আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ডাকসু জিতেছে শিবির : মির্জা আব্বাস

আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ডাকসু জিতেছে শিবির : মির্জা আব্বাস
প্রকাশিত

আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে শিবির ডাকসু নির্বাচনে জয় পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে এক সভায় এ মন্তব্য করেন তিনি। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান স্মরণে এ সভার আয়োজন করা হয়।

বিএনপির বিরুদ্ধে দেশ বিদেশে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, তলে তলে আওয়ামীলীগের সাথে আঁতত করে তাদের সব ভোট নিয়েছে শিবির।

মির্জা আব্বাস বলেছেন, ‘আমি বলতে পারি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামীর এত ভোট কোত্থেকে এলো। আমার তো হিসাব মেলে না ভাই।’ তিনি এটাকে কারচুপি না, বরং দেশে ‘গভীর ষড়যন্ত্রের আভাস’ হিসেবে দেখছেন। কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেন, “যখনই তারা বিভিন্ন দল একসঙ্গে বসে তখন জামায়াতে ইসলামীর নেতারা বারবার উল্লেখ করেন যে ‘ভাই খেয়াল রাইখেন আওয়ামী লীগ যেন আর কোনো দিন আসতে না পারে।’’

তিনি অভিযোগ করে বলেন, আমরা সেভাবেই চললাম, আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট জামায়াত নিয়ে নিলো।’

মির্জা আব্বাস এসময় জামায়তকে মোনাফেকের দল বলেও আখ্যায়িত করে দলের নেতা কর্মিদের আগামীদিনের লড়াই সংগ্রামের জন্য তৈরি হওয়ার আহবান জানান। সাবেক মন্ত্রী ও বর্ষিয়ান রাজনীতিক আবদুল্লাহ আল নোমানের শোকসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতাদের ভুলত্রুটি সংশোধন করে দলকে গোছানোর আহ্বান জানিয়ে বলেন, বিএনপির হাতেই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com