সোহরাওয়ার্দীতে পিআর পিআর করে সমাবেশ করছে একটি দল: সালাহউদ্দিন আহমদ

সোহরাওয়ার্দীতে পিআর পিআর করে সমাবেশ করছে একটি দল: সালাহউদ্দিন আহমদ
প্রকাশিত

পিআর নিয়ে মহাসমাবেশ করছে একটি দল সোহরাওয়ার্দী উদ্যানে-এ কথা জানিয়ে ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) যেখানে ভোট দিতে অভ্যস্ত না জনগণ, সেক্ষেত্রে পিআর পদ্ধতিতে আদৌও সরকার গঠন সম্ভব কী না এমন প্রশ্ন রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনের দিন তারিখ ঘোষণা হয় নাই, এখুনি পিআর পিআর করে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে একটি দল।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর বনানীর একটি হোটেলে 'জুলাইয়ের অভ্যুত্থান ও গুজবের রাজনীতি' বিষয়ক সেমিনারে তিনি এসব মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সোহরাওয়ার্দী উদ্যানকে নির্বাচনী এলাকা ঘোষণা করা হলে যারা একটা সিট পাবে, তারাই পিআর পিআর করে চিল্লাছেন৷

এসময় তিনি গণঅভ্যুত্থানকে টিকিয়ে রাখতে নির্বাচিত সরকার প্রয়োজন মন্তব্য করে বলেন, ৫ আগস্টের আগে সবাই এক ছিলাম, এখন সবাই আলাদা হয়ে গেলাম। জামায়াত-বিএনপি-এনসিপি বিভক্ত হয়ে গেছে।

এসময় তিনি আরও বলেন, কয়েকটি সিটের আশায় রাজনৈতিক ক্ষুদ্র স্বার্থ না ছাড়লে, দেশের বড় পরিবর্তন সম্ভব নয়। আর যাতে ফ্যাসিবাদের পুনরুত্থান না হয় সেদিকে সকল রাজনৈতিক দলকে সোচ্চার হতে হবে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, জাতীয় নির্বাচন যতো সামনে আসবে, গুজব ও অপপ্রচার তত বেড়ে যাবে। আসন্ন নির্বাচনে এআই ও গুজব মোকাবিলা না করতে পারলে নির্বাচন আয়োজন কঠিন হবে৷

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com