ক্ষমতায় গেলে সাম্প্রদায়িক বৈচিত্র্য ধারণ করেই সম্প্রীতি গড়ে তুলবো: হাসনাত

ক্ষমতায় গেলে সাম্প্রদায়িক বৈচিত্র্য ধারণ করেই সম্প্রীতি গড়ে তুলবো: হাসনাত
প্রকাশিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ক্ষমতায় গেলে সাম্প্রদায়িক বৈচিত্র্য ধারণ করেই দেশে সম্প্রীতি গড়ে তুলবে বলে জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, এনসিপি ক্ষমতায় গেলে শিক্ষাব্যবস্থায় প্রাসঙ্গিকতা ও মূল্যবোধ ফিরিয়ে আনা হবে। সাম্প্রদায়িক বৈচিত্র্য ধারণ করেই আমরা দেশে সম্প্রীতি গড়ে তুলবো।

এনসিপির এ নেতা বলেন, শেখ হাসিনা ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে তাঁবেদারদের জন্য প্রণোদনার ব্যবস্থা রেখেছিলেন। তিনি ইসলামপন্থিদের এ দেশে উনমানুষ বানিয়ে রেখেছিলেন। শুধু তাই নয়, তিনি ভারতীয় গণমাধ্যমের সাহায্যে দেশে অপসংস্কৃতির চাষাবাদ করেছেন।

‘কিন্তু ভারত বাংলাদেশে এসে শিখতে পারে যে কিভাবে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হয়’, যোগ করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com