

বাংলাদেশ জামায়েত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শাসক হবে না দল, সেবক হবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগ আয়োজিত ‘ব্রেস্ট ক্যানসার’ সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, ক্ষমতায় যাই বা না যাই স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করে যাবো। ক্ষমতায় গেলে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো হবে।
গত ১৬ বছর ফ্যাসিবাদের কবলে স্বাস্থ খাতের দূর্নীতির মূলোৎপাটন করা হবে এ কথা জানিয়ে তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শাসক হবে না দল, সেবক হবে।