ফিফা বিশ্বকাপ ২০২৬ ড্র শেষ, সহজ গ্রুপে আর্জেন্টিনা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ড্র শেষ, সহজ গ্রুপে আর্জেন্টিনা
প্রকাশিত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু এই জমকালো আয়োজনের দিকে বহুল প্রতীক্ষা নিয়ে তাকিয়ে ছিলেন ফুটবলপ্রেমীরা।

চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের গ্রুপিং

চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের গ্রুপিং। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বেশ সহজ গ্রুপে পড়েছে। 'জে' গ্রুপে তাদের সঙ্গী অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। 'সি' গ্রুপে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে আছে গত বিশ্বকাপে সেমিফাইনালে খেলা মরক্কো। বাকি দুটি দল হলো স্কটল্যান্ড ও হাইতি।

চতুর্থ পটের ড্রয়ের পর কোন দল কোন গ্রুপে

পট ৪: জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ: এ, বি, সি ও ডি, ফিফা প্লে-অফ টুর্নামেন্ট: ১ ও ২

গ্রুপ 'এ'- মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, উয়েফা প্লে-অফ 'ডি': ডেনমার্ক/চেক প্রজাতন্ত্র/আয়ারল্যান্ড/উত্তর মেসিডোনিয়া
গ্রুপ 'বি'- কানাডা, সুইজারল্যান্ড, কাতার, উয়েফা প্লে-অফ 'এ': ইতালি/ওয়েলস/বসনিয়া-হার্জেগোভিনা/নর্দার্ন আয়ারল্যান্ড
গ্রুপ 'সি'- ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি
গ্রুপ 'ডি'- যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, উয়েফা প্লে-অফ 'সি': তুরস্ক/স্লোভাকিয়া/কসোভো/রোমানিয়া
গ্রুপ 'ই'- জার্মানি, ইকুয়েডর, আইভরিকোস্ট, কুরাসাও
গ্রুপ 'এফ'- নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, উয়েফা প্লে-অফ 'বি': ইউক্রেন/পোল্যান্ড/আলবেনিয়া/সুইডেন
গ্রুপ 'জি'- বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ড
গ্রুপ 'এইচ'- স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে
গ্রুপ 'আই'- ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২: ইরাক, বলিভিয়া, সুরিনাম
গ্রুপ 'জে'- আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান
গ্রুপ 'কে'- পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, ফিফা প্লে-অফ ১: গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো/জ্যামাইকা/নিউ ক্যালেডোনিয়া
গ্রুপ 'এল'- ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

আগামী বছরের ১১ জুন মেক্সিকো সিটির আজটেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সহ-আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। এর আগে ২০১০ সালের আসরের উদ্বোধনী ম্যাচে দল দুটি পরস্পরকে মোকাবিলা করেছিল। সেবার স্বাগতিক ছিল দক্ষিণ আফ্রিকা।

তৃতীয় পটের ড্রয়ের পর কোন দল কোন গ্রুপে

পট ৩: নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরিকোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা।

গ্রুপ 'এ'- মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা
গ্রুপ 'বি'- কানাডা, সুইজারল্যান্ড, কাতার
গ্রুপ 'সি'- ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড
গ্রুপ 'ডি'- যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে
গ্রুপ 'ই'- জার্মানি, ইকুয়েডর, আইভরিকোস্ট
গ্রুপ 'এফ'- নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া
গ্রুপ 'জি'- বেলজিয়াম, ইরান, মিশর
গ্রুপ 'এইচ'- স্পেন, উরুগুয়ে, সৌদি আরব
গ্রুপ 'আই'- ফ্রান্স, সেনেগাল, নরওয়ে
গ্রুপ 'জে'- আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া
গ্রুপ 'কে'- পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান
গ্রুপ 'এল'- ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা

দ্বিতীয় পটের ড্রয়ের পর কোন দল কোন গ্রুপে

পট ২: ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া।

গ্রুপ 'এ'- মেক্সিকো, দক্ষিণ কোরিয়া
গ্রুপ 'বি'- কানাডা, সুইজারল্যান্ড
গ্রুপ 'সি'- ব্রাজিল, মরক্কো
গ্রুপ 'ডি'- যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া
গ্রুপ 'ই'- জার্মানি, ইকুয়েডর
গ্রুপ 'এফ'- নেদারল্যান্ডস, জাপান
গ্রুপ 'জি'- বেলজিয়াম, ইরান
গ্রুপ 'এইচ'- স্পেন, উরুগুয়ে
গ্রুপ 'আই'- ফ্রান্স, সেনেগাল
গ্রুপ 'জে'- আর্জেন্টিনা, অস্ট্রিয়া
গ্রুপ 'কে'- পর্তুগাল, কলম্বিয়া
গ্রুপ 'এল'- ইংল্যান্ড, ক্রোয়েশিয়া

প্রথম পটের ড্রয়ের পর কোন দল কোন গ্রুপে?

পট ১: কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি।

গ্রুপ 'এ'- মেক্সিকো
গ্রুপ 'বি'- কানাডা
গ্রুপ 'সি'- ব্রাজিল
গ্রুপ 'ডি'- যুক্তরাষ্ট্র
গ্রুপ 'ই'- জার্মানি
গ্রুপ 'এফ'- নেদারল্যান্ডস
গ্রুপ 'জি'- বেলজিয়াম
গ্রুপ 'এইচ'- স্পেন
গ্রুপ 'আই'- ফ্রান্স
গ্রুপ 'জে'- আর্জেন্টিনা
গ্রুপ 'কে'- পর্তুগাল
গ্রুপ 'এল'- ইংল্যান্ড

ড্র অনুষ্ঠান পরিচালনায় কারা আছেন?

ড্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড। তাকে সহযোগিতা করবেন সুপরিচিত সঞ্চালক সামান্থা জনসন।

বিনোদন পর্ব শেষে ড্র শুরু

বিনোদন পর্ব শেষে ড্র অনুষ্ঠানে প্রথম পটের প্রথম তিনটি বল তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকাপের আয়োজক তিন দেশের অবস্থান অবশ্য আগে থেকেই নির্ধারিত ছিল। মেক্সিকো 'এ' গ্রুপে, কানাডা 'বি' গ্রুপে ও যুক্তরাষ্ট্র 'ডি' গ্রুপে।

উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল কোথায়

২৩তম বিশ্বকাপ আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে। মোট ১৬টি ভেন্যুর মধ্যে ১১টি যুক্তরাষ্ট্রে, তিনটি মেক্সিকোতে ও দুটি কানাডায় অবস্থিত।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে এবং ফাইনাল গড়াবে নিউইয়র্ক সিটি থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে।

বিশ্বকাপের নতুন দল

এখন পর্যন্ত চারটি দল নিশ্চিত হয়েছে যারা প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে খেলবে। সেগুলো হলো এশিয়া থেকে উজবেকিস্তান ও জর্ডান; আফ্রিকা থেকে কেপ ভার্দে এবং উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল থেকে কুরাসাও। প্লে-অফের চ্যালেঞ্জ পেরিয়ে আরও নতুন দল তাদের সঙ্গী হতে পারে।

ড্রয়ের নিয়ম

৪৮টি দলকে ১২টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে ইউরোপ থেকে সর্বোচ্চ দুটি দল থাকতে পারবে। আর অন্য মহাদেশের প্রতিটি থেকে থাকতে পারবে সর্বোচ্চ একটি করে দল।

প্লে-অফের বাধা উতরে শেষ ৬ দল হবে কারা?

৪২টি দল ইতোমধ্যে সরাসরি জায়গা করে নিয়েছে বিশ্বকাপে। প্লে-অফের বাধা পেরিয়ে তাদের সঙ্গী হবে আরও ছয়টি দল। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি এবারও পড়েছে প্লে-অফের কঠিন চ্যালেঞ্জের মুখে।

উয়েফা প্লে-অফ ‘এ’: ইতালি, ওয়েলস, বসনিয়া-হার্জেগোভিনা, নর্দার্ন আয়ারল্যান্ড

উয়েফা প্লে-অফ ‘বি’: ইউক্রেন, পোল্যান্ড, আলবেনিয়া, সুইডেন

উয়েফা প্লে-অফ ‘সি’: তুরস্ক, স্লোভাকিয়া, কসোভো, রোমানিয়া

উয়েফা প্লে-অফ ‘ডি’: ডেনমার্ক, চেক প্রজাতন্ত্র, আয়ারল্যান্ড, উত্তর মেসিডোনিয়া

ফিফা প্লে-অফ ১: গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, জ্যামাইকা, নিউ ক্যালেডোনিয়া

ফিফা প্লে-অফ ২: ইরাক, বলিভিয়া, সুরিনাম

কোন দল কোন পটে?

মেক্সিকো ‘এ’ গ্রুপে, কানাডা ‘বি’ গ্রুপে ও যুক্তরাষ্ট্র ‘ডি’ গ্রুপে আছে। বিশ্বকাপের আয়োজক তিন দেশের অবস্থান আগে থেকেই নির্ধারিত।

পট ১: কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি।

পট ২: ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া।

পট ৩: নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরিকোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা।

পট ৪: জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ: এ, বি, সি ও ডি, ফিফা প্লে-অফ টুর্নামেন্ট: ১ ও ২

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com