হাঙ্গেরিতে দাবা অলিম্পিয়াডে জয় পেয়েছেন বাংলাদেশি দাবাড়ু রাণী হামিদ। এই কিংবদন্তি তৃতীয় রাউন্ডে বার্বাডোজের স্প্রিংগার লেশিকে হারিয়েছেন।
বাংলাদেশের নারী দাবার এই কিংবদন্তি দাবা অলিম্পিয়াডের প্রথম দুই রাউন্ডে খেলেননি। তৃতীয় রাউন্ডে তিনি ওয়ালিজা আহমেদের পরিবর্তে খেলেন।
দাবার বিশ্ব অলিম্পিয়াডে প্রতি দেশের পাঁচজনের স্কোয়াড। এর মধ্যে প্রতি রাউন্ডে চারজন করে খেলেন। বাকি একজন রিজার্ভ থাকেন। আগের দুই রাউন্ডে তিনি রিজার্ভ হিসেবে ছিলেন।
তৃতীয় রাউন্ডে রাণী হামিদ ছাড়াও ওয়াদিফা ও নোশিন আনজুম নিজ নিজ বোর্ডে জয় পেয়েছেন।
ছেলেদের বিভাগে তৃতীয় রাউন্ডে ওপেন বিভাগে জয় পেয়েছেন প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে তাহসিন তাজওয়ার জিয়া। প্রথম দুই রাউন্ডে তিনিও রিজার্ভ হিসেবে ছিলেন। তৃতীয় রাউন্ডে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ বিশ্রামে থাকলে তার জায়গায় খেলেন তাহসিন। এই রাউন্ডে তাহসিন ছাড়াও জয় পেয়েছেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান এবং গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। তবে ফিদে মাস্টার মনন রেজা নীড় ড্র করেছেন।