আর্জেন্টিনা-ফ্রান্সকে টপকে এক দশক পর ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন

আর্জেন্টিনা-ফ্রান্সকে টপকে এক দশক পর ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
প্রকাশিত

অপেক্ষাটা ১১ বছরের। ২০১৪ সালের পর এই প্রথম ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে স্পেন। যা কিনা লামিন ইয়ামালের দলের জন্য বড় এক প্রাপ্তি। সাফল্যের মূল ভিত্তি ২০২৪ ইউরো জয়ের ধারাবাহিকতা এবং সাম্প্রতিক সময়ে তাদের দুর্দান্ত পারফরম্যান্স। র‍্যাঙ্কিংয়ের এমন উন্নতি শুধু যে তাদের শক্তির প্রমাণই দিয়ছে তা কিন্তু নয়, বরং বিশ্ব ফুটবলে নতুন করে আধিপত্য বিস্তারের বার্তাও দিয়েছে তারা।

সবশেষ আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। যেখানে এক ধাপ অবনমন হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলেরও।

২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা সর্বশেষ এক নম্বরে ছিল ২০১৪ সালের জুনে। আর বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে অবস্থান করছিল ২০২৩ সালের এপ্রিল থেকে।

স্পেনের পাশাপাশি উন্নতি হয়েছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের। এক ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ের ২ নম্বরে উঠে এসেছে তার দল। তবে স্পেন ও ফ্রান্সের এই উন্নতি কাল হয়ে এলো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। অবনতি হয়ে তালিকার ৩ নম্বরে নেমে গেছে লিওনেল মেসির দল। প্রায় আড়াই বছরের রাজত্ব হারিয়ে নিচে নেমে গেছে আলবিসেলেস্তারা।

দুঃসংবাদ আছে ব্রাজিলের জন্যও। ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা নামলো তালিকার ৬ নম্বরে। চলতি বছরে বলিভিয়ার কাছে হেরে যাওয়ায় এক ধাপ পিছিয়েছে তারা। ব্রাজিলকে সরিয়ে তালিকার পাঁচে উঠে এসেছে সিআর সেভেনের পর্তুগাল। তাদের পয়েন্ট ১৭৭৯.৫৫। তালিকার চারে অবস্থান করছে ইংল্যান্ড।

সপ্তম ও অষ্টম স্থানে আগের মতো যথাক্রমে আছে নেদারল্যান্ডস ও বেলজিয়াম। এক ধাপ করে এগিয়ে নবম স্থানে ক্রোয়েশিয়া ও দশম স্থানে ইতালি আছে। শীর্ষ দশে থাকা আরেক ইউরোপিয়ান দল জার্মানি তিন ধাপ পিছিয়ে এখন আছে ১২ নম্বরে।

উল্লেখ্য, হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোনো উন্নতি-অবনতি নেই। আগের মতো ১৮৪ নম্বরে আছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com