জাতীয় স্টেডিয়ামকে পুরোপুরি নিজেদের জন্য চেয়েছে বাফুফে

জাতীয় স্টেডিয়ামকে পুরোপুরি নিজেদের জন্য চেয়েছে বাফুফে
প্রকাশিত

চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের মতো ঢাকার জাতীয় স্টেডিয়ামকেও শুধু নিজেদের ব্যবহারের জন্য সরকারের কাছে চেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন— বাফুফে। এমনটাই জানিয়েছেন সংস্থাটির সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী।

এদিকে, বাফুফের চাওয়ার সঙ্গে একমত পোষণ করেছে সরকার। জাতীয় ক্রীড়া পরিষদ সচিব যমুনা টেলিভিশনকে জানান, বাফুফের চাওয়ার প্রেক্ষিতে প্রক্রিয়া শুরু করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

নাসের শাহরিয়ার জাহেদী বলেন, বসুন্ধরা কিংস অ্যারেনা থাকলেও ঢাকার ভেতরে নানা সুবিধার কারণে বাফুফের ‘সবেধন নীলমণি’ জাতীয় স্টেডিয়াম। এটাকে হোম অব ফুটবল বললেও ভুল হবে না। তবে বিভিন্ন খেলার ভেন্যু হিসেবে ব্যবহৃত হলেও এটাকে শুধুই নিজেদের জন্য চেয়েছে ফুটবল ফেডারেশন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আর জাতীয় ক্রীড়া পরিষদ বাফুফের সঙ্গে একমত পোষণ করে কাজও শুরু করে দিয়েছে।

অপরদিকে, জাতীয় স্টেডিয়ামের অবকাঠামো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। ফুটবল মাঠের সঙ্গে অ্যাথলেটিক্স ট্র্যাক থাকা, তবে এতে সমস্যাও দেখেন না তিনি। বলেন, মাঠের পাশেই তো অ্যাথলেটিক্স ট্র্যাক! নিয়মিত মাদার অব অল গেমস খ্যাত অ্যাথলেটিক্সের বিভিন্ন এভেন্টও আয়োজন করে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। বাফুফের এতে আপত্তি নেই। ফিফার গাইড লাইনেও এতে নেই কোনো বাঁধা। বিশ্বের অনেক বড় বড় ফুটবল মাঠের পাশেই যে রয়েছে এমন অ্যাথলেটিক্স ট্র্যাক।

তিনি আরও বলেন, জাতীয় স্টেডিয়াম অতীতে আবাহনী ও মোহামেডানের হোম ভেন্যু ছিলো। বাফুফে চাইলে আগামীতেও প্রিমিয়ার লিগের কোনো ক্লাবকে হোম ভেন্যু হিসেবে দিতে পারবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com