ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, সিদ্ধান্ত বিসিবির

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, সিদ্ধান্ত বিসিবির
প্রকাশিত

মোস্তাফিজুর রহমানকে শনিবার রাতে বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ছেড়ে দেয়। এরপর থেকেই দুই দেশের ক্রিকেটীয় দূরত্ব বেড়ে যায়। যা বোঝা যায় গতকাল রাত থেকেই। রবিবার দুপুরে জানা গেল আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলবে না বাংলাদেশ দল। এমন সিদ্ধান্তই নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগপর্বে বাংলাদেশের চারটি ম্যাচই পড়েছে ভারতে। সেখানে বাংলাদেশ খেলবে না জানিয়ে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। 

আইসিসিকে পাঠানো ই-মেইলে বিসিবি জানিয়েছে, ‘নিরাপত্তার শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়।’ যে কারণে ভেন্যু সরিয়ে নিতেও আবেদন করেছে বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজক শ্রীলঙ্কা। এর আগে পাকিস্তানের সঙ্গে বিরোধের জেরে তাদের সব ম্যাচই লঙ্কান ভেন্যুতে নির্ধারিত হয়েছে।

প্রথমে তিনটি বিষয়ে আইসিসিকে চিঠি দেওয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত আইসিসির কাছে একটি দাবি জানিয়েছে বিসিবি। রবিবার দুপুরে ১৭ জন বোর্ড পরিচালক মিলে নতুন সিদ্ধান্ত নিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। সিদ্ধান্ত হয়েছে– ভারতের মাটিতে বিশ্বকাপের কোনো ম্যাচেই খেলবে না বাংলাদেশ।

এরআগে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল মোস্তাফিজ ইস্যু ও বিশ্বকাপ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে  লেখেন, ‘আমি বিসিবিকে পুরো বিষয়টি আইসিসির কাছে ব্যাখ্যা করতে বলেছি। বোর্ডকে জানাতে হবে যে, চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও যখন কোনো বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে পারে না, তখন পুরো বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে ভারতে যেতে নিরাপদ বোধ করতে পারে না। আমি বোর্ডকে আরও নির্দেশ দিয়েছি, বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় আয়োজনের জন্য অনুরোধ জানানো হয়।’

নজরুল আরও জানান, তিনি দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার অনুরোধ করেছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু আগামী ৫ ফেব্রুয়ারি। যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা ও ভারতে। শুধুমাত্র পাকিস্তান তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলবে, এভাবেই সূচি সাজানো হয়েছিল। আইসিসি বাংলাদেশের দাবি মানলে বাংলাদেশকেও খেলতে হবে শ্রীলঙ্কা। 

বিশ্বকাপের জন্য রবিবার ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ দল। সেখানে বলা হয়েছে যদি বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় হয় তবে স্কোয়াড় পরিবর্তন হতে পারে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com