
এশিয়া কাপে এখন পর্যন্ত অপরাজিত দল ভারত। আজ তাদের হারের তিক্ত স্বাদ দেওয়ার উদ্দেশে মাঠ নামছে বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে ২০২৪ সালের পর অক্টোবরের পর আবারো দুই দল টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে।
আজ জিততে পারলে ফাইনালে যাওয়ার পথটা সহজ হবে বাংলাদেশের।
সেই লক্ষ্যে টস জিতে ফিল্ডিং নিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলি অনিক। অনুশীলনে পাঁজোরে চোট পাওয়ায় নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস। সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে একাদশে চার পরিবর্তন এনেছে বাংলাদেশ।
অধিনায়ক লিটনের সঙ্গে নেই তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও শেখ মেহেদী।
তাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম হাসান সাকিব। অন্যদিকে ভারত কোনো পরিবর্তন আনেনি একাদশে।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি পরিসংখ্যান অবশ্য একদম ভালো নয় বাংলাদেশের। দুই দলের মুখোমুখি ১৭ ম্যাচে মাত্র এক ম্যাচ জিততে পেরেছে বাংলাদেশ।
বিপরীতে ১৬ জয় ভারতের। বাংলাদেশের ৭ উইকেটের জয়টি এসেছিল ২০১৯ সালে দিল্লিতে। আজ কি সেই স্মৃতি ফিরে আনতে পারবেন লিটনের দল।
বাংলাদেশের একাদশ—
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারি, মুস্তাফিজুর রহমান, সাইফ হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম হাসান সাকিব।
ভারতের একাদশ—
অভিষেক শর্মা, শুবমান গিল, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল,জাসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।