রাতে শুরু হচ্ছে ইউসিএল’র নতুন মৌসুম, রেকর্ডের হাতছানি নিয়ে মাঠে নামছে রিয়াল

রাতে শুরু হচ্ছে ইউসিএল’র নতুন মৌসুম, রেকর্ডের হাতছানি নিয়ে মাঠে নামছে রিয়াল
প্রকাশিত

ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। নতুন ফরম্যাটে দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হবে ইউসিএলের নতুন মৌসুমের লড়াই। প্রথম দিনেই মাঠে নামতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ, টটেনহ্যাম, আর্সেনালের মতো জায়ান্টরা।

চ্যাম্পিয়ন্স লিগের ২০২৫-২৬ মৌসুমের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিক বিলবাও এবং ইংলিশ ক্লাব আর্সেনাল। ম্যাচটি অনুষ্ঠিত হবে বিলবাওয়ের ঘরের মাঠ সান মামেসে।

গেল মৌসুমে কোয়ার্টার ফাইনালে শক্তিশালী রিয়াল মাদ্রিদকে হারিয়ে সেমিফাইনাল খেলেছিল আর্সেনাল। অন্যদিকে ১০ মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে ফিরেছে বিলবাও। সবশেষ ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব খেলেছিল স্প্যানিশ ক্লাবটি।

অন্যদিকে রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদও। লস ব্লাঙ্কোদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ অলিম্পিক মার্শেই। আজ জয় পেলে ইউসিএল ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে ২০০ জয়ের মাইলফলক স্পর্শ করবে রিয়াল। আরেক ম্যাচে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ জুভেন্টাস। জয়ে দিয়ে আসর শুরুর প্রত্যয় ইতালিয়ানদের। দুটো ম্যাচই শুরু হবে রাত ১টায়।

আজ শুরু হচ্ছে শাভি আলোনসোর আসল লড়াই। মাদ্রিদিস্তা জার্সিতে তিনি কয় মৌসুম থাকতে পারবেন এখানে, সেটাই বোঝা যাবে আজ। সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে রিয়াল মাদ্রিদ রাতে আতিথ্য দেবে অলিম্পিক মার্শেইকে।

ইউসিএলে রিয়ালের ফর্ম নিয়ে কখনই ভাবতে হয়নি সমর্থকদের। কারণ, আসরের সবচেয়ে সফল ক্লাব তো আর এমনি এমনি হয়ে যায়নি। মূল লড়াইয়ে নামার আগে লা লিগাতেও ছন্দেই আছে মাদ্রিদ। আর সেটাই হয়তো সবচেয়ে বড় আশার আলো শাভি’র জন্য।

অতীত পরিসংখ্যানের জন্যই হয়তো খুব একটা চিন্তাও নেই লস ব্লাঙ্কোসদের। শেষ চার দেখাতে কখনই রিয়ালকে বিপাকে ফেলতে পারেনি মার্শেই। তার ওপর আজ জিতলেই যে ইতিহাসের প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ২০০ তম জয়ের রেকর্ড গড়বে রিয়াল। রেকর্ড আরো একটা হাতছানি দিচ্ছে মাদ্রিদকে। প্রতিপক্ষের জালে আজ দুইবার বল পাঠাতে পারলেই ৭০০ গোলের রেকর্ডটাও চলে আসবে বার্নাব্যুতে।

ইনজুরি নিয়ে একটু শঙ্কা আছে শাভি আলোনসোর। ফারলান মেন্ডি, এন্দ্রিকের পর এবার রুডিগারকেও পাবেন না তিনি। তবে, সবচেয়ে বড় সুখবর এ ম্যাচ দিয়ে ফিরতে যাচ্ছেন জুড বেলিংহাম এবং কামাভিঙ্গা।

শাভি আলোনসো বলেন, ‘এই দিনটার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। চ্যাম্পিয়ন্স লিগ মানেই রিয়ালের জন্য স্পেশাল কিছু। এই ফিলিংসটা আমার জানা আছে। ছেলেরা ভালো ছন্দে আছে এটা আমার জন্য স্বস্তির। এমবাপ্পে যেভাবে খেলছে এটাই তার স্বাভাবিক খেলা। আমি বাকিদের সঙ্গে তার এই তাল মিলটা খুব উপভোগ করছি। জুড এ ম্যাচ দিয়ে ব্যাক করবে। কিন্তু তাকে শুরুতেই রাখবো কি’না সেটা এখনো ভাবিনি। আমরা খুব হাই নোটে টুর্নামেন্টটা শুরু করতে চাই।’

রাতের আরেক ম্যাচে অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামবে জুভেন্টাস। ইন্টার মিলানকে ৪-৩ গোলে হারিয়ে রীতিমতো এখন উড়ছে তুরিনের বুড়িরা। সিরি আ’র ছন্দ ইউসিএলেও নিয়ে আসতে মুখিয়ে ইগোর টিউডোর বাহিনী।

ইতালিয়ানদের জন্য বড় সুখবর, কোন ইনজুরি কনসার্ন নেই তাদের স্কোয়াডে। প্রথম একাদশের সবাই আছেন দারুণ ছন্দে। সেন্টার ব্যাক ব্রেমারকে নিয়েই একাদশ সাজানোর পরিকল্পনা জুভদের। সঙ্গে থাকবেন ফেডেরিকো গাত্তি এবং লয়েড কেলি। মাঝ মাঠে ম্যানুয়েল লোকাতেল্লি এবং থুরামেই ভরসা টিউডোরের। ফরোয়ার্ড লাইনে ডেভিড, ভ্লাহোভিক এবং ইয়েলডিজ তো থাকছেনই।

কম যাবে না ডর্টমুন্ডও। জার্মানদের শক্তিশালী রক্ষণের সঙ্গে গোছানো মাঝ মাঠ বিপদে ফেলতে পারে জুভেন্টাসকে। তবে, বরুশিয়ানদের জন্য চিন্তার কারণ অতীত পরিসংখ্যান। ৪ দেখায় এখন পর্যন্ত মাত্র একবার জুভদের হারাতে পেরেছে ডর্টমুন্ড। আর তিনবারই জিতেছে জুভেন্টাস।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com