‘খেলার মাঠেও অপারেশন সিন্দুর’— বললেন মোদি, নাকভিও দিলেন পাল্টা জবাব

‘খেলার মাঠেও অপারেশন সিন্দুর’— বললেন মোদি, নাকভিও দিলেন পাল্টা জবাব
প্রকাশিত

অবশেষে নানা নাটকীয়তা ও উত্তেজনার মধ্য দিয়ে পর্দা নামলো এশিয়া কাপের। আসরের মেগা ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ভারত। মাঠের খেলা শেষ হলেও থামছে না দুই দেশের বাকযুদ্ধ, যা পৌঁছেছে কূটনৈতিক পরিসরেও।

ফাইনাল শেষে এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। পরে ট্রফি ছাড়াই শিরোপাজয় উদ্‌যাপন করে তারা। নাকভির আরেকটি পরিচয়, তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও।

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের এক্স হ্যান্ডেলে (টুইটার) এশিয়া কাপ জয়কে গত মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে চালানো ‘অপারেশন সিন্দুর’-এর সঙ্গে তুলনা করে লেখেন, ‘খেলার মাঠেও অপারেশন সিন্দুর। ফলাফল একই; ভারতের জয়! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের।’

মোদির মন্তব্যের পাল্টা জবাবও দিয়েছেন মহসিন নাকভি। মোদির সেই পোস্ট রিটুইট করে তিনি লেখেন, ‘যদি যুদ্ধই তোমার গর্বের মাপকাঠি হয়, তবে ইতিহাস এরই মধ্যে পাকিস্তানের হাতে তোমার লজ্জাজনক পরাজয়ের কথা লিখে রেখেছে। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্যকে বদলাতে পারবে না। খেলায় যুদ্ধ টেনে আনা শুধু হতাশাকে প্রকাশ করে আর খেলার মূল চেতনাকেই কলঙ্কিত করে।’

উল্লেখ্য, গত এপ্রিলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর মে মাসে পাকিস্তানে হামলা চালায় ভারত। পাল্টা হামলা শুরু হলে টানা চার দিন সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশ। একপর্যায়ে যুদ্ধবিরতি হলেও উভয় দেশই যুদ্ধে নিজেদের জয়ী দাবি করে আসছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com