রোমাঞ্চকর ক্লাসিকোয় রিয়ালকে উড়িয়ে চ্যাম্পিয়ন বার্সেলোনা

রোমাঞ্চকর ক্লাসিকোয় রিয়ালকে উড়িয়ে চ্যাম্পিয়ন বার্সেলোনা
প্রকাশিত

রোমাঞ্চকর এক লড়াইয়ে ফের রিয়াল মাদ্রিদকে হারাল বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপের মেগা ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বার্সেলোনা। এতে ১৪ বছর পর প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন তকমা ধরে রাখলো কাতালানরা। এটি তাদের ১৬তম ঘরোয়া সুপার কাপ জয়।

গত অক্টোবরে রিয়াল মাদ্রিদের কাছে লা লিগায় হেরেছিল বার্সেলোনা। কয়েক মাসের ব্যবধানে সেই হারের শোধ তারা নিলো সৌদি আরবের মাটিতে। প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল পাল্টা গোলের ম্যাচ ৩-২ ব্যবধানে জিতেছে কাতালান জায়ান্টরা।

জেদ্দার কিং আব্দুল্লা স্পোর্টস সিটি স্টেডিয়ামে রোমাঞ্চকর ম্যাচ হয়েছে। পাঁচ গোলের চার গোলই হয়েছে প্রথমার্ধে, স্টপেজ টাইমেই তিনটি! শুরুর দিকে সমানে সমান লড়াই হয়েছে। ম্যাচের আধঘণ্টা পার হওয়ার পর বার্সা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে সফল হয়। ৩৬তম মিনিটে রাফিনহা বক্সে ঢুকে নিচু শটে জাল কাঁপিয়ে তার দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের স্টপেজ টাইমের দ্বিতীয় মিনিটে রিয়াল গোল শোধ দেয়। হাফওয়ে লাইনের কাছে বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ দিক দিয়ে আক্রমণে যান। তারপর দুই বার্সা ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে চমৎকার একক প্রচেষ্টায় গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

প্রথমার্ধের নাটকের তখনো বাকি ছিল। দুই মিনিট পর রবার্ট লেভানডোভস্কি পেনাল্টি এরিয়াতে জায়গা পেয়ে যান। তারপর চিপ করে বার্সেলোনাকে ফের এগিয়ে দেন পোলিশ স্ট্রাইকার। রিয়াল কর্নার পায়, রাফিনহা গোললাইন থেকে বল বিপদমুক্ত করতে চাইলেও পারেননি। ফিরতি শট নেন গনসালো গার্সিয়া। বল বার ও পোস্টে আঘাত করে লাইন অতিক্রম করে। তাতে বিরতির আগে আবার দুই দল সমতা ফেরায়।

২-২ এ সমতায় থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে বার্সা-রিয়াল। ৭৩তম মিনিটে বক্সে ঢুকে শট নিতে গিয়ে পিছলে পড়েন রাফিনহা। তবুও তার শট রিয়াল ডিফেন্ডার রাউল আসেনসিওর গায়ে লেগে থিবো কোর্তোয়ার দিকে ছোটে, ভুল পা বাড়িয়ে বলকে থামাতে পারেননি তিনি। জালে জড়ায় বল। এর তিন মিনিট পর কিলিয়ান এমবাপে বদলি নামেন। হাঁটুর চোটে সেমিফাইনাল মিস করা ফরাসি ফরোয়ার্ড বাকি সময়ে সমতা ফেরাতে পারেননি।

ম্যাচ ঘড়ির কাঁটা ৯০ মিনিট পার হওয়ার পর মাঠে উত্তাপ ছড়ায়। এমবাপেকে ফাউল করে লাল কার্ড দেখেন ফ্রেঙ্কি ডি ইয়াং। ১০ জনের প্রতিপক্ষকে পেয়েও রিয়াল প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে চমক দেখাতে পারেনি। বার্সা কিপার জোয়ান গার্সিয়া শেষ দিকে আলভারো কারেরাস ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে রুখে দেন। তাতে ১৬তম ট্রফি জিতল বার্সা।

গত বছরও রিয়ালকে হারিয়ে সুপার কাপের চ্যাম্পিয়ন হয়েছিল বার্সা। ২০১১ সালের পর প্রথম দল হিসেবে এই ট্রফি ধরে রাখতে পারল তারা।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com