মেসির ফ্রি কিকে পোর্তোকে হারিয়ে ইতিহাস মায়ামির

মেসির ফ্রি কিকে পোর্তোকে হারিয়ে ইতিহাস মায়ামির
প্রকাশিত

খেলা তখন সমতায়। মেসি-ম্যাজিকের অপেক্ষায় ছিল ইন্টার মায়ামি। ফ্রি কিক থেকে দারুণ এক গোল করে সমর্থকদের আস্থার প্রতিদানও দিলেন লিওনেল মেসি। আর তাতেই মায়ামি জয় তুলে নিল পর্তুগিজ দল পোর্তোর বিপক্ষে।

রাতে ক্লাব বিশ্বকাপের এই ম্যাচে ২-১ ব্যবধানে জয় পেয়েছে মেসির মায়ামি। এর ফলে গ্রুপ ‘এ’ থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার দারুণ সম্ভাবনা তৈরি হলো মেজর লিগ সকারের (এমএলএস) দলটির।

ম্যাচের শুরুতেই স্যামু আগেহোয়ার করা এক পেনাল্টিতে এগিয়ে যায় পোর্তো। কিছুক্ষণ বাদে সমতায় ফেরার সুযোগ পায় মায়ামি কিন্তু মেসির দারুণ থ্রু বলে গোলকিপারকে ওয়ান-টু-ওয়ানে পেয়েও গোল করতে পারেননি লুইস সুয়ারেজ। ফলে এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মার্কিন ক্লাবটি।

বিরতি থেকে ফিরেই ভিন্ন চেহারায় মেসির দল। ম্যাচের ৪৭ মিনিটে গোল করেন সেগোভিয়া। ৫৪ মিনিটে ডি বক্সের বাইরে মেসিকে ফাউল করেন পর্তুগিজ ডিফেন্ডার রদ্রিগো মোরা। সেই ফ্রি কিক থেকে দারুণ গোল করে মায়ামিকে এগিয়ে দেন মেসি। ঐ এক গোলের লিডেই শেষ পর্যন্ত ম্যাচ জেতে মেসির দল। ইউরোপের কোনো ক্লাবের বিপক্ষে এটাই প্রথম জয় মায়ামির।

এই নিয়ে ফ্রি-কিকে ৬৮টি গোল করলেন মেসি। ফ্রি কিকে সবচেয়ে বেশি গোল করাদের তালিকায় মেসির চেয়ে এগিয়ে ৭০ গোল করা পেলে এবং ৭৭ গোল করা জুনিনিও। পাশাপাশি, ফিফা আয়োজিত যেকোনো টুর্নামেন্টে ২৫ গোল করা মেসিই এখন সবচেয়ে বেশি গোলদাতা।

২ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে মায়ামি। শেষ ম্যাচে মুখোমুখি হবে টেবিল টপ পালমেইরেসের। এর আগে, উদ্বোধনী ম্যাচে সৌদি ক্লাব আল আহলির সঙ্গে ড্র করে মেসির দল।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com