ঢাকাকে হারিয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে চট্টগ্রাম রয়্যালস

ঢাকাকে হারিয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে চট্টগ্রাম রয়্যালস
প্রকাশিত

বিপিএলের ১২তম আসরের নবম ম্যাচে চট্টগ্রাম রয়্যালস ঢাকা ক্যাপিটালসকে ১০ উইকেটের ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এসেছে।

শুক্রবার (২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ঢাকা ক্যাপিটালস মাত্র ১২২ রান সংগ্রহ করতে পারে।

ঢাকাকে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৬৬ রানে ৬ উইকেট ঝরে যায়। লোয়ার অর্ডারে মোহাম্মদ সাইফউদ্দিন ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। ২৫ বলের ইনিংসে তার চারটি চার ছিল। এছাড়া উসমান খান ১৫ বলে ২১ রান যোগ করেন। নাসির হোসেন ২০ বলে ১৭ রান করেন, বাকিরা দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

৪৪ বল ও ১০ উইকেট হাতে রেখে সহজে জয় তুলে নেয় চট্টগ্রাম। দুই ওপেনার অ্যাডাম রশিংটন ও মোহাম্মদ নাঈম শেখ অপরাজিত থাকেন। রশিংটন ৩৬ বলের ইনিংসে ৬০ রান করেন, যেখানে ছিল নয়টি চার ও দুটি ছয়। নাঈম ৪০ বল খেলে ৫৬ রান করেন, যেখানে সাতটি চার ও একটি ছয় ছিল। তাদের অপ্রতিরোধ্য জুটিতে জয় নিশ্চিত হয়।

চট্টগ্রামের বোলিংয়ে তানভীর ইসলাম সর্বোচ্চ তিনটি উইকেট নেন, ৪ ওভারে মাত্র ৮ রান খরচা হয়। শরিফুল ইসলামও তিনটি উইকেট নেন ১৮ রানে। এছাড়া শেখ মেহেদী হাসান দুটি এবং আমির জামাল একটি উইকেট নেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com