নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্রাজিলের কঠিন চ্যালেঞ্জ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্রাজিলের কঠিন চ্যালেঞ্জ
প্রকাশিত

ফুটবলে জনপ্রিয় দলগুলোর মধ্যে অন্যতম হলো ব্রাজিল। এবার ক্রিকেটেও নিজেদের পরিচিত করতে পায় সেলেসাওরা। তাই আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিয়েছে ব্রাজিল। যেখানে তিন ম্যাচ খেলে দুটিতেই হরেছে তারা। এতে বিশ্বকাপের পথ কঠিন হলো ব্রাজিলের জন্য।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বুয়েনস এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে কানাডা নারী ক্রিকেট দলের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। যেখানে ৭ উইকেটে হেরেছে সেলেসাওরা।

এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৭ ওভার এক বলে সবকটি উইকেট হারিয়ে ৫৬ রান করে ব্রাজিল। দলের হয়ে সর্বোচ্চ ১৬ রান করেন রবার্ট অ্যাবেরি। তা ছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল ক্যাতোলিনা ন্যাসেমিন্ট। তার ব্যাট থেকে এসেছে ১৩ বলে ১১ রান।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ ওভার ৩ বলে তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কানাডা। তাদের হয়ে সর্বোচ্চ অপরাজিত ২১ রান করেন হাবিবা বাদর। তাছাড়া বান্দনা মাহাজন করেছেন অপরাজিত ১০ রান।

এই আসরে তাদের তৃতীয় ম্যাচ এটি। এক মাত্র জয়ে ২ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে তৃতীয় স্থানে আছে তারা। ফলে গ্লোবাল কোয়ালিফায়ারে যাওয়ার পথ ব্রাজিলের থেকে অনেকটা দূরে সরে গেছে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাপ পর্বে আমেরিকা অঞ্চল থেকে অংশ নিয়েছে চার দল। এই তালিকায় আছে ব্রাজিল, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র ও কানাডা। এ অঞ্চলের শীর্ষ দল গ্লোবাল কোয়ালিফায়ারে খেলার যোগ্যতা অর্জন করবে। সে দৌড়ে অনেকটাই এগিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডা।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com