পাকিস্তানের চেয়ে প্রতিপক্ষ হিসেবে ভারত আরও কঠিন। কিন্তু টাইগাররা চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত। অন্তত বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহের কথা শুনলে তেমনটাই মনে হবে। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের কারণে এই লঙ্কান কোচ আশাবাদী যে, ভারতের বিপক্ষেও তার দল ভালো পারফরম্যান্স উপহার দেবে। তিনি মনে করেন, অতিরিক্ত যে প্রত্যাশার চাপ তৈরি হয়েছে তার দলের ওপর, সেটি ইতিবাচক ফলে ভূমিকা রাখবে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) তিনি বলেন, 'এটি (পাকিস্তানকে হারানো) আমাদেরকে এই সিরিজের জন্য অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে। এটা শুধু ফলাফলের জন্যই নয় বরং আমরা সেই সিরিজে যেভাবে খেলেছি, যেভাবে আমরা ভিন্ন ভিন্ন পরিস্থিতি মোকাবেলা করেছি।'
তিনি যোগ করেন, 'আমরা উভয় টেস্টেই পিছিয়ে ছিলাম এবং এরপর আমরা যেভাবে ফিরে এসেছি এবং যেভাবে ভিন্ন ভিন্ন ব্যক্তি একেক সময়ে অবদান রেখেছেন। এই সিরিজ নিয়ে তাই অনেক প্রত্যাশা। আমার মনে হয় এটিই সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল বাংলাদেশের।'
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেসাররা দারুণ বোলিং করছেন। দলে থাকা দুই স্পিনার (সাকিব এবং মিরাজ) বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দলের অন্যতম ভরসা। সেই সঙ্গে দুই উইকেটকিপার মুশফিক এবং লিটনের ওপর নিজের ভরসার কোথাও জানিয়েছেন হাথুরুসিংহে, 'আমাদের ভালো ফাস্ট বোলার আছে, অভিজ্ঞ স্পিনার আছে এবং ব্যাটিংয়ে আমাদের সত্যিকারের গভীরতা আছে দুটি কারণে- প্রথমত, আমাদের দুজন স্পিনার (সাকিব ও মিরাজ) সত্যিকারের ব্যাটার, যাদের টেস্টে সেঞ্চুরি আছে এবং আমাদের দুই উইকেটকিপার (মুশফিক ও লিটন) আমাদের প্রধান ব্যাটার। তাই বলা যায়, এই সিরিজের জন্য আমাদের ভালো ব্যাটার আছে এবং এটা আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে যে, আমরা এই সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।'
ভারতের বিপক্ষে খেলতে নামা সবসময়ই চাপের। তবে চাপকে শক্তিতে পরিণত করার সামর্থ দলের আছে বলে দাবি হাথুরুসিংহের, 'চাপ একটা সুবিধাও। আমি বলতে চাচ্ছি, এটা আমাদের বিশ্বাস করতে শেখায় এবং সামনে তাকাতেও বলে। আমরা জানি, কোথায় দাঁড়িয়ে আছি এবং আমাদের শক্তি ও দুর্বলতা কোথায়। তবে বিশ্বের সেরা দলের সঙ্গে খেলার সাহস থাকতে হবে আমাদের। যেমন, ভারতে এসে তাদের বিপক্ষে খেলার চেয়ে বড় চ্যালেঞ্জ এই সময়ে আমরা নিতে পারি। সেরাদের সঙ্গে খেলাটা আপনাকে সবসময় সেই ধারনাটা দেবে, আপনি আসলে কোথায় দাঁড়িয়ে আছেন।'