‘টাইগার রবি’কে দেশে ফেরত পাঠাচ্ছে ভারত

‘টাইগার রবি’কে দেশে ফেরত পাঠাচ্ছে ভারত

বাংলাদেশ দলকে সমর্থন দিতে গ্রিন পার্ক গ্যালারিতে ছিলেন ‘টাইগার রবি’। ছবি : সংগৃহীত

প্রকাশিত

মেডিকেল ভিসা নিয়ে ভারতে গিয়ে খেলা দেখেছেন। বাঘ সেজে গ্যালারিতে বাংলাদেশ দলকে সমর্থন দিয়েছেন। আর অভিযোগ করেছেন, চেন্নাই ও কানপুরের গ্যালারিতে নাকি ভারতীয় দর্শকেরা তাঁকে নির্যাতন করেছেন। তবে ‘টাইগার রবি’র এই অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ার পর ভারত তাঁকে আগামীকাল বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে।

চেন্নাইয়ে চলমান বাংলাদেশ–ভারত সিরিজের প্রথম টেস্টে রবি অভিযোগ করেছিলেন, ভারতীয় সমর্থকেরা তাঁকে হেনস্তা করেছেন। তবে চেন্নাই পুলিশ জানায়, অভিযোগ মিথ্যা। এরপর গতকাল কানপুর টেস্টের প্রথম দিনেও একই অভিযোগ করেন রবি। সে অভিযোগেরও সত্যতা পায়নি কানপুর পুলিশ।

গতকাল কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে রবি অভিযোগ করেন, গ্যালারিতে ভারতীয় সমর্থকেরা তাঁকে হেনস্তা করেছেন। কানপুর টেস্টের প্রথম দিন মধ্যাহ্ন বিরতির সময় বৃষ্টি শুরু হয়। এ সময় রবি গ্যালারির ভেতরের অংশে চলে যান। সংবাদমাধ্যমের কাছে তিনি দাবি করেন, সেখানে স্থানীয় কিছু দর্শকের সঙ্গে কথা–কাটাকাটি হয় তাঁর, যেটা পরে হাতাহাতিতে গড়ায়। তাঁর পাঁজরে নাকি আঘাতও করা হয়েছে। পরে চিকিৎসার জন্য পুলিশ রবিকে হাসপাতালে পাঠায়। পুলিশ তখনই বলেছিল, সিসিটিভির ফুটেজ দেখে তারা জানতে চেষ্টা করবে আসলে সেখানে কী ঘটেছিল।

পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কানপুর পুলিশ জানায়, রবিকে হেনস্তার অভিযোগ সত্য নয়। কল্যাণপুরের এসিপি অভিষেক পান্ডে গতকাল সংবাদমাধ্যমকে বলেন, ‘পানিশূন্যতার কারণে তিনি (রবি) পড়ে গিয়েছিলেন। পুলিশ ও স্বাস্থ্যকর্মীর সহায়তায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি ভালো অনুভব করছেন। মারামারির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাঁকে কোনো সমর্থক আঘাত করেনি।’ পরে রবিও এক ভিডিও বার্তায় জানান তিনি শারীরিকভাবে অসুস্থ। জানা গেছে, চেন্নাইয়ে হেনস্তা হওয়ার অভিযোগ করার পর থেকেই রবির ওপর চোখ রেখেছে পুলিশ।

রবির এমন আচরণ ভারত সফররত বাংলাদেশ দলকেও ফেলেছে বিব্রতকর অবস্থায়। ভারত সফরের জন্য তাঁকে আর্থিকভাবে সাহায্য করা দল ও দলের বাইরের ক্রিকেটাররাও এ ঘটনায় বিরক্ত বলে জানা গেছে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট থেকে তাঁকে এরই মধ্যে মাঠে না যেতে বলা হয়েছে। অবশ্য এখন রবিকে মিথ্যা অভিযোগ তোলার পাল্টা অভিযোগে ভারতই ছাড়তে হচ্ছে।

শুধু তা–ই নয়, দীর্ঘমেয়াদের জন্য তিনি আর ভারতে প্রবেশ করতে পারবেন না বলেও জানা গেছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com