টেস্টে শেষ দেখায় সাকিবকে কী উপহার দিলেন কোহলি?

টেস্টে শেষ দেখায় সাকিবকে কী উপহার দিলেন কোহলি?

সাকিবের ক্যারিয়ারের সম্ভাব্য শেষ টেস্টের পর তার সঙ্গে খুনসুটিতে মাতেন বিরাট কোহলি। নিজের ব্যাটও উপহার দিয়েছেন তিনি।

প্রকাশিত

বিদেশের মাটিতে তো বটেই কানপুর টেস্ট সাকিব আল হাসানের ক্যারিয়ারেরই শেষ টেস্ট হতে পারে। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চাইলেও সেই টেস্টে তার খেলা নির্ভর করছে অনেক যদি-কিন্তুর ওপরে। সে হিসেব মাথায় রাখলে বর্ণময় ক্যারিয়ারের শেষটা রঙিন হলো না সাকিবের। শেষ ইনিংসে ব্যাট করতে নেমে রানের খাতা খুলতে পারেননি সাকিব। প্রথম ইনিংসে বল হাতে সাফল্য পেলেও দ্বিতীয় ইনিংসে তেমন কিছুই করতে পারেননি।

মঙ্গলবার (১ অক্টোবর) কানপুর টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে ভারত। বিদেশের মাটিতে নিজের শেষ টেস্ট রাঙাতে না পারলেও ম্যাচ শেষে সাকিব আল হাসানকে বিশেষ মুহূর্ত উপহার দিয়েছে ভারতীয় দল। টাইগার অলরাউন্ডারের অবিস্মরণীয় ক্যারিয়ারের প্রতি সম্মান প্রদর্শন করে ভারতের মহাতারকা বিরাট কোহলি তার স্বাক্ষরকৃত ব্যাট উপহার দেন।


কানপুর টেস্টকেই সাকিবের ক্যারিয়ারের সম্ভাব্য শেষ টেস্ট ম্যাচ মনে করা হচ্ছে। ঘরের মাঠ থেকে বিদায়ের ইচ্ছা প্রকাশ করলেও নিরাপত্তাজনিত কারণে শেষ পর্যন্ত সাকিবের সে ইচ্ছা পূরণ নাও হতে পারে। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডারকে ক্যারিয়ারের শেষ মুহূর্তে বিরাট কোহলির নিজের ব্যাট উপহার দিয়ে সম্মান জানানোকে প্রশংসার চোখে দেখছেন সবাই। লাল বলের ক্রিকেটে দুই কিংবদন্তির এটাই শেষ দেখা।

ভারতের জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাকি ভারতীয় খেলোয়াড়রা যখন উল্লাস করছিলেন, তখন কোহলি সাকিবের কাছে ছুটে যান। বাংলাদেশি অলরাউন্ডারকে উষ্ণ আলিঙ্গন করতে দেখা যায় তাকে। এ সময় দুজনকে হাসিমুখে কথাও বলতে দেখা যায়। সে সময় এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com