ভারতকে হুঙ্কার বাংলাদেশ কোচের

ভারতকে হুঙ্কার বাংলাদেশ কোচের
প্রকাশিত

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারত–বাংলাদেশ ম্যাচ ঘিরে জ্বলে উঠেছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। টিকিট বিক্রি থেকেই ম্যাচের উত্তাপ যেন আগে থেকেই টের পাওয়া যাচ্ছিল। মাত্র তিন–চার মিনিটেই শেষ হয়ে যায় জাতীয় স্টেডিয়ামের সাধারণ গ্যালারির ১৮ হাজার ৩০০ টিকিট।

মাঠের লড়াইয়ের আগে আলোচনার ঝড় বইছে ফুটবলাঙ্গনে। এই উত্তাপ অনুভব করছেন বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরাও।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ ধরনের ডার্বি ম্যাচে আবেগের গুরুত্ব অনেক, আর সেই আবেগই দলের বড় প্রেরণা।

কাবরেরা বলেন, আমি মনে করি এই ম্যাচে অনেক আবেগ জড়িত। ডার্বির আবহটা সবার জন্যই বিশেষ। দলের আবেগ কীভাবে নিয়ন্ত্রণ করব, সেটাই আসল। এই ম্যাচের গুরুত্বই আমাদের প্রেরণা দিচ্ছে।

আগামীকাল রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দক্ষিণ এশিয়ার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ভারতের মাঠে প্রথম দেখায় বাংলাদেশ লড়াই করে ১-১ ড্র করেছিল। এবার ঘরের মাঠে জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী কাবরেরা।

তার ভাষায়, আমাদের সামর্থ্য আছে। আমরা আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী। ভারতের বিপক্ষে জেতার সুযোগটা নিতে হবে। আমরা খুবই আত্মবিশ্বাসী কাল তিন পয়েন্ট অর্জন করতে পারব।

২০০৩ সালের পর দীর্ঘ ২২ বছর ধরে ভারতের বিপক্ষে জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। তাই এবার নিজেদের মাঠে সেই জয়খরা কাটানোর সুযোগ দেখছে দল।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com