উয়েফা নেশন্স লিগের শেষ আটের মহারণ শুরু আজ

উয়েফা নেশন্স লিগের শেষ আটের মহারণ শুরু আজ
প্রকাশিত

আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে ভিন্ন স্বাদের তথা প্রতিযোগিতামূলক একটা আবহ দিতে ইউরোপের দেশগুলোর সমন্বয়ে চালু করা হয় উয়েফা নেশন্স লিগের। চলতি মৌসুমের শেষ আটের মহারণ শুরু আজ।

বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে একই সাথে মাঠে গড়াবে আসরের চারটি ম্যাচ।

নিজেদের মাঠে জার্মানির বিপক্ষে লড়বে ইতালি। ম্যাচের আগের দিন বড় দু:সংবাদ পেয়েছে দুইবারর ইউরো চ্যাম্পিয়নরা। চোটের কারণে ছিটকে গেছেন মাতেও রেতেগি। জার্মানির বিপক্ষে দুই লেগের কোনো ম্যাচই পাওয়া যাচ্ছে না তাকে। উরুর ইনজুরির কারণে এই স্ট্রাইকারের না খেলার কথা নিশ্চিত করেছে ইতালি ফুটবল অ্যাসোসিয়েশন। রেতেগির অনুপস্থিতি স্বস্তি হয়ে এসেছে জার্মান শিবিরে। কেননা দারুণ ফর্মে থাকা এই ফুটবলার আটালান্টার হয়ে ২২ গোল করে সকলের নজরে ছিলেন। তবে ছন্দে আছে জার্মানি; নিজেদের সবশেষ ৫ খেলায় হারের মুখ দেখেনি তারা। সেমিফাইনাল নিশ্চিতে এগিয়ে থাকতে সর্বোচ্চটুকু দিতে চাইবে জুলিয়ান নাগলসম্যানের শিষ্যরা।

অপরদিকে, কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে স্পেন। রমজান মাসের রোজা নিয়েই ফুটবল খেলা প্রসঙ্গে অনেক দেশেই আছে কড়াকড়ি। তবে ইয়ামালের ব্যাপারে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের কোনো আপত্তি নেই। স্পেনকে ইউরো ও নেশনস লিগের শিরোপা জেতানো এই কোচ বলেছেন, সব ধর্মের প্রতিই তাঁদের শ্রদ্ধা রয়েছে। এর আগে রোজা নিয়েই বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পেয়েছিলেন গোল এবং অ্যাসিস্টের দেখা পেয়েছিলেন ইয়ামাল।

আসরের শেষ আটের আরও দুটি ম্যাচে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া-ফ্রান্স ও ডেনমার্ক-পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদো থাকায় উজ্জীবিত পর্তুগিজরা। ডেনমার্কের বিপক্ষে প্রথম লেগের জয় দিয়েই সেমিতে এক পা দিয়ে রাখতে চায় ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নরা।

এই ম্যাচগুলো দেখা যাবে টফি ও ইয়াসিনটিভি অ্যাপ ব্যবহার করে মোবাইল ফোনেই দেখা যাবে। এ ছাড়াও ভারতে সনি স্পোর্টস ১-৫ এ ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে।

উল্লেখ্য, আগামী ২৩ মার্চ অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ। ৪ ও ৫ জুন মাঠে গড়াবে শেষ চারের দুটি ম্যাচ। মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে একই মাসের ৮ তারিখ।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com