নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
প্রকাশিত

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ। শুক্রবার (১৬ মে) ভারতের অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে লাল-সবুজের দল।

ম্যাচের ৭৩ মিনিটে নাজমুল হুদা ফয়সালের কর্নারে দুর্দান্ত এক হেডে নেপালের জালভেদ করেন আশিকুর রহমান। এরপর ৮১ মিনিটে মানিকের পাসে বাংলাদেশকে ২-০ গোলের লিড এনে দেন নাজমূল হুদা ফয়সাল। ম্যাচের শেষদিকে ৮৭ মিনিটে সুজন দাঙ্গোলের গোলে ব্যবধান কমায় নেপাল।

এর আগে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্বে ওঠে লাল-সবুজের প্রতিনিধিরা। গ্রুপ পর্বে মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র করার পর দ্বিতীয় মাচে ভুটানকে ৩-০ গোলে উড়িয়ে শেষ চার নিশ্চিত করে বাংলাদেশের যুবারা। অপরদিকে, ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠেছে স্বাগতিক ভারত। বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে ‘এ’ গ্রুপের রানার আপ মালদ্বীপ।

একই মাঠে ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ মে। এই টুর্নামেন্টের গত আসরের ফাইনালে নেপালকে ৪-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। টানা দ্বিতীয়বার এই টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরার সুযোগ বাংলাদেশের সামনে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com