‘এই জয় তোমাদেরও’, বাংলাদেশকে এনজো

‘এই জয় তোমাদেরও’, বাংলাদেশকে এনজো
প্রকাশিত

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের ব্রাজিলের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। যেখানে ঘরের মাঠে সেলেসাওদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। দুর্দান্ত এই জয়ে বড় অবদান রেখেছেন এনজো ফার্নান্দেজ। ম্যাচ শেষে বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন এই আর্জেন্টিনার মিডফিল্ডার।

মঙ্গলবার (২৬ মার্চ) মনুমেন্তাল স্টেডিয়ামে ব্রাজিল ৪-১ গোলের ব্যবধানে হারানোর ম্যাচে গোল করার পাশাপাশি একটি গোলও করিয়েছেন ফার্নান্দেজ। গোলের দুটো সুযোগ তৈরি করা ছাড়াও দুটি দারুণ পাসও দিয়েছেন চেলসি তারকা। সব মিলিয়ে গোটা ম্যাচেই দারুণ খেলেছেন ফার্নান্দেজ।

জয়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের ধন্যবাদ জানান তিনি। ফার্নান্দেজ লিখেছেন, ‘অবিশ্বাস্য সমর্থন ও বার্তাগুলোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ। এই জয় আপনাদেরও।’

২০২২ বিশ্বকাপের সময় আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ভালোবাসা সবার নজরে আসে। সেই বিশ্বকাপে আর্জেন্টিনার খেলার সময় ঢাকা, চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বড় পর্দায় হাজার হাজার মানুষের খেলা উপভোগ ও মেসি, দি মারিয়াদের সমর্থনে গলা ফাটানোর ব্যাপারটি বিশ্বকাপের শুরু থেকে আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা ফুটবল দলের এক্স হ্যান্ডলে বাংলাদেশকে ধন্যবাদ জানানো হয়, ‘ধন্যবাদ বাংলাদেশ। ২০২৩ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপেও বাংলাদেশ দলকে শুভকামনা জানানো হয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) পক্ষ থেকে। 

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com