আচরণবিধি লঙ্ঘনের অপরাধে ২ ম্যাচ নিষিদ্ধ মার্টিনেজ

আচরণবিধি লঙ্ঘনের অপরাধে ২ ম্যাচ নিষিদ্ধ মার্টিনেজ

আচরণবিধি লঙ্ঘনের অপরাধে এমিলিয়ানো মার্টিনেজকে ২ ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। ছবি: সংগৃহীত

প্রকাশিত

বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আরও একবার আলোচনায় এলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আচরণবিধি লঙ্ঘনের অপরাধে আর্জেন্টিনা এবং অ্যাস্টন ভিলার তারকা গোলরক্ষককে ২ ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা।

লম্বা ক্যারিয়ারে গোলপোস্টের সামনে বীরত্ব দেখিয়ে যেমন প্রশংসিত হয়েছেন, তেমনি বিতর্কিত কর্মকাণ্ডের জন্য অনেক সমালোচিতও হয়েছেন মার্টিনেজ। আর্জেন্টাইন তারকা এবার আলোচনায় শৃঙ্খলা ভঙ্গের কারণে। সম্প্রতি দুটি ভিন্ন ম্যাচে আচরণবিধি লঙ্ঘন করে ফিফার শাস্তি পেয়েছেন এই গোলরক্ষক।

গত ৫ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচটিতে জয়ের পর কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীনভাবে উদযাপনের অঙ্গভঙ্গি করেন মার্টিনেজ। একই উদযাপন তিনি করেছিলেন ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ের পরও। সেবার কোনো শাস্তি না পেলেও এবার মার্টিনেজের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পেয়েছে ফিফা।

মার্তিনেজ আরেকটি ঘটনা ঘটিয়েছেন কলম্বিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে। কলম্বিয়ার মাঠে সেই ম্যাচে হেরে যাওয়ার পর ক্যামেরা অপারেটরের সরঞ্জামে ধাক্কা দেন মার্টিনেজ। সেই ঘটনায় ক্যামেরা অপারেটরকে মার্টিনেজ লাঞ্ছিত করেছেন বলেও অভিযোগ আছে।

এসব অভিযোগ বিবেচনায় নিয়ে এবার মার্টিনেজকে শাস্তি দিল ফিফার শৃঙ্খলাবিষয়ক কমিটি। আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলতে পারবেন না এই গোলরক্ষক।

তবে ফিফার এই শাস্তির সঙ্গে সম্পূর্ণ ভিন্নমত পোষণ করে বিবৃতি দিয়েছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। বিবৃতিতে তারা জানায়, ‘আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার শৃঙ্খলা কমিটির নেওয়া সিদ্ধান্তের সঙ্গে পুরোপুরি ভিন্নমত প্রকাশ করে।’

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com