মেক্সিকোকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

মেক্সিকোকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা
প্রকাশিত

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকোকে হারিয়েছে আর্জেন্টিনা। রোববার (১২ অক্টোবর) সান্তিয়াগোর জুলিও মার্তিনেজ প্রাদানোস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রতিপক্ষের বিরুদ্ধে ২-০ গোলের জয় পায় জুনিয়র আলবিসেলেস্তেরা।

২০০৭ সালের পর এবারই প্রথম যুব বিশ্বকাপের শেষ চারে উঠল চারবারের চ্যাম্পিয়নরা। প্রতি দুই বছর পর হওয়া টুর্নামেন্টটির সবশেষ ৭ আসরের মধ্যে আর্জেন্টিনার সেরা সাফল্য ছিল কোয়ার্টার ফাইনাল। সেই খরা কাটল এবার।

নকআউট পর্বের এ ম্যাচে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দলের। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। নবম মিনিটে মাহির কারিজোর গোলে লিড নেয় আলবিসেলেস্তেরা। ম্যাচে ৬৭ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে গোলের জন্য ১২টি শট নেয় মেক্সিকো। যার ২টি লক্ষ্যে থাকলেও জালের দেখা পায়নি তারা।

অবশ্য বিরতির পর ম্যাচের ৫৬তম মিনিটে মেক্সিকোর কফিনে শেষ পেরেক ঠুকে দেন মাত্তেও সিলভেত্তি। এতেই সেমিফাইনাল খেলা নিশ্চিত হয় আর্জেন্টিনার।

৯০ মিনিটের খেলা শেষে যোগ করা দ্বিতীয় মিনিটে দিয়েগো ওচোয়া দুই হলুদ কার্ডের যোগফলে লাল কার্ড দেখেন। আর যোগ করা সপ্তম মিনিটে তাহিয়েল জিমেনেজ সরাসরি লাল কার্ড দেখেন সিলভেত্তির গলা চেপে ধরায়।

উল্লেখ্য, আগামী বুধবার ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া, যারা শেষ আটের লড়াইয়ে স্পেনের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com