ভারতে বিশ্বকাপ খেলতে আইসিসির অনুরোধ প্রত্যাখ্যান বিসিবির

ভারতে বিশ্বকাপ খেলতে আইসিসির অনুরোধ প্রত্যাখ্যান বিসিবির
প্রকাশিত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশ খেলতে যাবে না বলে ফের আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ দুপুরে আইসিসির সাথে এক ভিডিও কনফারেন্সের পর সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বিসিবি।

আগামী মাসে ভারত ও শ্রীলংকার মাটিতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ঘোষিত সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচ হবে ভারতের কলকাতা ও মুম্বাইয়ে। কিন্তু নিরাপত্তার শঙ্কায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত আগেই আইসিসিকে জানিয়েছিল বিসিবি।

ভারতে বিশ্বকাপ খেলতে না যাবার সিদ্ধান্ত পরিবর্তনের জন্য বাংলাদেশকে অনুরোধ করেছিল আইসিসি। কিন্তু নিজেদের সিদ্ধান্তে অটল বিসিবি।

এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আইসিসির সাথে সভায় বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমূল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী অংশ নেন।

বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ভারতে দল না পাঠানোর ব্যাপারে বোর্ড আগের সিদ্ধান্তেই অটল আছে। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের ব্যাপারটি বিবেচনা করতে আইসিসিকে আহ্বান জানায় বিসিবি।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, বিশ্বকাপের সূচি এরই মধ্যে ঘোষণা করা হয়েছে। তবে বিসিবি তাদের অবস্থানে কোন পরিবর্তন আনেনি। সমাধান খুঁজে বের করতে আলোচনা চালিয়ে যাবে বিসিবি ও আইসিসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি আরও জানিয়েছে, ক্রিকেটার-কর্মকর্তা ও স্টাফদের মঙ্গল নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয় নিয়ে আইসিসির সাথে গঠনমূলক সম্পৃক্ততা চালিয়ে যাবে তারা।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com