বিকেলে বসছে বিসিবির বোর্ড সভা

বিকেলে বসছে বিসিবির বোর্ড সভা
প্রকাশিত

নতুন বিসিবি প্রধান হিসেবে গেল মাসে দায়িত্ব গ্রহণ করেছেন আমিনুল ইসলাম বুলবুল। আর দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয় বোর্ড সভা ডেকেছেন তিনি।

আজ বৃৃহস্পতিবার বিকেল তিনটায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে হবে এই বোর্ডসভা। 

এবারের বোর্ড মিটিংয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা থাকছে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ দলের ২৫ বছর টেস্ট পূর্তি উপলক্ষ্যে বিশেষ ক্রিকেট কার্ণিভাল অনুষ্ঠান। এছাড়া আলোচনায় থাকবে বেশ কিছু বাকি পড়ে থাকা কাজ।

টেস্টের ২৫ বছর হওয়ায় ক্রিকেট কার্নিভাল আয়োজনে উদ্যোগী হয়েছে বিসিবি। ২২ জুন থেকে শুরু হয়ে জেলা এবং বিভাগ হয়ে ২৬ জুন মিরপুরে সমাপ্তি হবে ক্রিকেট কার্নিভালের। ২৬ জুন মিরপুরে জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা আমন্ত্রিত অতিথি হয়ে থাকবেন বলে জানা গেছে।

গণমাধ্যমকে বিসিবির পরিচালক আকরাম খান জানিয়েছেন এই বিশেষ উদ্যেগের কথা। বিভাগের সাথে জেলা পর্যায়েও হবে ক্রিকেট ম্যাচ। এছাড়া সমাপনী দিনে মিরপুরে বেশ ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। যদিও বর্তমান সময়ের টেস্ট ক্রিকেটাররা শ্রীলঙ্কাতে অবস্থান করায় তারা যোগ দিতে পারবেন না এই অনুষ্ঠানে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com