যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাংলাদেশ নারীদের শুভ সূচনা

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাংলাদেশ নারীদের শুভ সূচনা
প্রকাশিত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশের নারীরা। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। জবাবে নির্ধারিত ওভার খেলে ৯ উইকেটে ১৩৭ রান পর্যন্ত করতে পারে যুক্তরাষ্ট্র।

প্রথমে ব্যাট করতে নেমে ভালোই শুরু করে বাংলাদেশ। ওপেনিং জুটিতে ২৬ রানের জুটি গড়েন দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। দিলারা আউট হওয়ার পর শারমিন আক্তার ক্রিজে নেমে খেলেন সর্বোচ্চ ইনিংস।

৩৯ বলে ৮ চার ও এক ছক্কার মারে করেন ৬৩ রান। শেষ দিকে সোবহানা মোস্তারির ২৯ বলে ৩২ এবং স্বর্ণা আক্তারের ১২ বলে অপরাজিত ১৬ রানের ইনিংসে ভর করে ১৫৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের হয়ে ৩ উইকেট নেন মাহি মাধবন।

এই লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে যুক্তরাষ্ট্রের দুই ওপেনার। দিশা ও চেতনা মিলে গড়েন ৪২ রানের জুটি। তবে ওপেনিং জুটি ভাঙার পর তাসের ঘরের মতো ভেঙে পরে যুক্তরাষ্ট্রের ব্যাটিং লাইন আপ।

চেতনা পাগিদ্যালা ৩৬ রান করে আউট হওয়ার পর মাঝে দলকে টানেন রিতু সিং। ১৩ বলে ঝড়ো ৩৩ রানের ইনিংস খেলেন তিনি। তবে তা যথেষ্ট ছিল না। নাহিদা আক্তার ও রিতু মনির বোলিং তোপে ১৩৭ রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস।

নাহিদা ২৪ রানে নেন ৪ উইকেট, আর রিতু মনি নেন ৩ উইকেট। ৩৪ রানে ২ উইকেট পান রাবেয়া খান।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com