নেপাল থেকে দুপুর ৩ টার দিকে ফিরতে পারেন জামালরা: আইএসপিআর

নেপাল থেকে দুপুর ৩ টার দিকে ফিরতে পারেন জামালরা: আইএসপিআর

প্রকাশিত

নেপালে গণ-অভ্যুত্থানের পর চলছে কারফিউ। যার কারণে কয়েকদিন হোটেলে আটকা পড়ে ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে অবশেষে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ এক ফ্লাইটে দেশে ফিরছেন জামাল ভুইয়ারা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ফুটবল দল পৌঁছেছে। তাদের সঙ্গে বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকদেরও একই ফ্লাইটে ফিরিয়ে আনা হচ্ছে।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাংলাদেশ বিমান বাহিনীর বিমানযোগে আনুমানিক দুপুর ৩ টার দিকে নেপাল থেকে বাংলাদেশে ফিরে আসবেন বলে আশা করা যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও ব্যাপক দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে নেপালে জেন-জি’র গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর ৯ সেপ্টেম্বর থেকে স্থবির হয়ে যায় বিমান যোগাযোগ। টানা দেড় দিন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ছিল।

এরপর বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফের সচল হয় কাঠমান্ডু বিমানবন্দর। এ সুযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), কাঠমান্ডুর দূতাবাস ও বাংলাদেশ সরকারের সম্মিলিত চেষ্টায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দেশে ফেরার ব্যবস্থা নেয়।

এদিকে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হলেও কাঠমান্ডু আন্দোলনে উত্তাল হয়ে উঠলে, ৮ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচের অনুশীলন বাতিল হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ ঘোষণার পাশাপাশি বাতিল করা হয় ৯ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচও।

এদিকে এই আন্দোলনে জামালদের অবস্থান করা টিম হোটেলের পাশেও জ্বালাও-পোড়াও চলছিল। ফলে গত দুই দিন হোটেলে বন্দী অবস্থায় ছিলেন ফুটবলাররা। এদিকে এই কদিন অনিশ্চয়তার মাঝেও নিজেদের ফিটনেস নিয়ে কাজ করেছেন ফুটবলাররা। বুধবারও টিম হোটেলে সবাই ঘাম ঝরিয়েছেন।

‎জাতীয় ফুটবল দলের পরবর্তী মিশন এশিয়ান কাপ বাছাই। আগামী অক্টোবরে যে প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচটি ৯ অক্টোবর ঢাকায়, দ্বিতীয়টি ১৪ অক্টোবর হংকংয়ে।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com