ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ

ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ
প্রকাশিত

এশিয়া কাপে শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে এক ধাপ এগিয়েছে টাইগাররা। এবার সেই পথের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভারত। তাদের আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) হারাতে পারলেই অনেকটা নিশ্চিত করে দিতে পারে ফাইনালের টিকিট।

সুপারে ফোরে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ আর ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

গ্রুপ পর্বে সাদামাটা পারফরম্যান্সের কারণে শেষ ম্যাচে সমীকরণের জটিলতায় পড়তে হয়েছে লিটনদের। কিন্তু সুপার ফোরে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে উন্মোচন করেছে ফাইনালের সম্ভাবনা। এবার লক্ষ্য ভারত বধ।

ভারতের বিপক্ষে লড়াইটা বাংলাদেশের জন্য যে সহজ হবে না সেটি পরিসংখ্যানই বলছে। এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ১৫বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এরমধ্যে মাত্র দুই ম্যাচে জয়ে পেয়েছে বাংলাদেশ, বাকি ১৩টি ম্যাচই জিতেছে ভারত। এশিয়া কাপে টি-টোয়েন্টিতে দুইবার দেখা হয়েছিল দুই দলের। ২০১৬ সালে দুই ম্যাচই হেরেছিল টাইগাররা।

সাম্প্রতিক পারফরম্যান্সও বেশ ভালো টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারতের। চলমান এশিয়া কাপে এখনো কোনো ম্যাচ হারেনি তারা। দুইবার হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। টি-টোয়েন্টির নম্বর ওয়ান দল ভারত।

তবে র‌্যাঙ্কিং কিংবা অতীত পরিসংখ্যানই সব নয়। ক্রিকেটের সংক্ষিপ্ত খেলা টি-টোয়েন্টিতে নির্দিষ্ট দিনে যে দল ভালো খেলবে জয়টা তারাই পাবে। আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সও সেটাই বলেছেন। তিনি বলেন, ‘সব দলেরই ভারতকে হারানোর সক্ষমতা আছে। খেলাটা হয় একটা নির্দিষ্ট দিনে। ভারত আগে কী করেছে, সেটা তখন কোনো কাজে আসে না। ম্যাচের দিন, সেই সাড়ে তিন ঘণ্টায় কী হলো—সেটাই আসল। আমরা আমাদের সেরাটা খেলব, ভারতের ভুলের অপেক্ষায় থাকব। এভাবেই ম্যাচ জেতা যায়।’

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com