বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
প্রকাশিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণের আগে প্রকাশিত এই তালিকায় মোট ১৯১ জন কাউন্সিলর স্থান পেয়েছেন।

প্রাথমিক তালিকায় জায়গা না পেলেও, চূড়ান্ত তালিকায় ঢাকার ১৫টি ক্লাবকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ক্লাবগুলোর মধ্যে রয়েছে এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, মোহাম্মদ ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমি (যেখান থেকে ইফতেখার রহমান মিঠু কাউন্সিলর হয়েছেন), বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব এবং আলফা স্পোর্টিং ক্লাব। এর আগে প্রাথমিক তালিকা থেকে এই ক্লাবগুলোকে বাদ দেয়ার কারণ হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে থাকা একাধিক অনিয়মের কথা উল্লেখ করা হয়েছিল।

এছাড়াও পাঁচটি জেলা—সিলেট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও নওগাঁর কাউন্সিলরশিপ অনুমোদন দেয়া হয়েছে। তবে নরসিংদী জেলার কাউন্সিলরশিপ খসড়া তালিকার মতোই চূড়ান্ত তালিকাতেও শূন্য রাখা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের নির্বাচন কমিশন ভার্চুয়াল বৈঠকের পর আজ এই তালিকা প্রকাশ করে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com