ক্রিকেটারদের অভিযোগে ধারাভাষ্য থেকে বাদ ইরফান পাঠান

ক্রিকেটারদের অভিযোগে ধারাভাষ্য থেকে বাদ ইরফান পাঠান
প্রকাশিত

২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ধারাভাষ্যকার তালিকা প্রকাশ করা হয়েছে গতকাল। এবার ভারত ও বিদেশের বর্তমান ও সাবেক ৫০-এর বেশি ক্রিকেটার ধারাভাষ্য দেবেন। তবে দীর্ঘ এই তালিকায় নেই ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠানের নাম। আগের আসরগুলোয় ধারাভাষ্য দিলেও এবার তাঁকে বাদ দেওয়ায় অনেকেই বিস্মিত।

ভারতীয় ক্রীড়া সংবাদমাধ্যম ‘মাই খেল’ জানিয়েছে, কিছু ক্রিকেটারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পাঠানকে ধারাভাষ্য প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, পাঠান ব্যক্তিগত রোষ থেকে ধারাভাষ্যে ক্রিকেটারদের নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন। এমনকি, এক তারকা ক্রিকেটার পাঠানের ফোন নম্বর ব্লক করে রেখেছেন বলেও জানা গেছে।

সূত্রের বরাতে মাইখেল লিখেছে, পাঠান ধারাভাষ্যে ব্যক্তিগত চিন্তাভাবনা থেকে সিদ্ধান্ত নেন বলে অভিযোগ করেছেন ক্রিকেটাররা। অস্ট্রেলিয়া সফরে পাঠান এক ক্রিকেটারকে নিয়ে সমালোচনা করেছিলেন, যা সেই তারকা ভালোভাবে নেননি। এরপরই ওই ক্রিকেটার পাঠানের ফোন নম্বর ব্লক করেন। সংবাদমাধ্যমটি এ বিষয়ে পাঠানের সঙ্গে যোগাযোগ করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র আরও জানিয়েছে, আন্তর্জাতিক ও আইপিএল ম্যাচে নির্দিষ্ট কিছু ক্রিকেটারের সঙ্গে আলাপচারিতায় পাঠানের ‘অ্যাটিটিউড’ বিসিসিআইয়ের ভালো লাগেনি। সূত্রটি বলেছেন, ‘এসব না হলে তার নাম (ধারাভাষ্য প্যানেলে) থাকত। গত দুই বছর ধরে তিনি নির্দিষ্ট কিছু খেলোয়াড়ের বিরুদ্ধে ব্যক্তিগত এজেন্ডা চালাচ্ছেন, যা ভালোভাবে নেওয়া হয়নি।’

ইরফান পাঠান একমাত্র নন, যিনি ধারাভাষ্যকার হিসেবে বিসিসিআইয়ের অফিশিয়াল সম্প্রচারকদের কাছে চুক্তিপত্র পাননি। এর আগে সঞ্জয় মাঞ্জরেকার ও হার্শা ভোগলেও ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়েছিলেন কিছু ক্রিকেটারের অভিযোগের পরিপ্রেক্ষিতে। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঞ্জরেকারকে বাদ দেওয়া হয়েছিল। হার্শা ভোগলেকে ২০১৬ আইপিএল শুরুর আগে কোনো ব্যাখ্যা ছাড়াই প্যানেল থেকে বাদ দেওয়া হয়।

এবারের আইপিএলে অফিশিয়াল সম্প্রচারকারক স্টার স্পোর্টস নেটওয়ার্ক, যারা ১০টি ভিন্ন ভাষায় খেলা দেখাবে। ডিজিটাল স্বত্ব জিও হটস্টারের। ন্যাশনাল ফিড ধারাভাষ্যকারদের মধ্যে আছেন সুনীল গাভাস্কার, সঞ্জয় মাঞ্জরেকার, মাইকেল ক্লার্ক, ম্যাথু হেডেন, মার্ক বাউচার, শেন ওয়াটসন, বীরেন্দর শেবাগ, হরভজন সিং, শিখর ধাওয়ান, কেইন উইলিয়ামসন, এবি ডি ভিলিয়ার্সসহ ২৫ বর্তমান ও সাবেক ক্রিকেটার। ওয়ার্ল্ড ফিডে রাখা হয়েছে রবি শাস্ত্রী, অ্যারন ফিঞ্চ, ড্যানি মরিসন, ইয়ান বিশপ, অ্যালান উইলকিনসদের।

ইরফান পাঠানের অনুপস্থিতি এবারের আইপিএলে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। ক্রিকেট বিশ্ব এখন দেখার অপেক্ষায়, পাঠানের এই বাদ পড়া কীভাবে প্রভাব ফেলে আইপিএলের ধারাভাষ্যে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com