দাপুটে জয়ে সিরিজ বাংলাদেশের

দাপুটে জয়ে সিরিজ বাংলাদেশের
প্রকাশিত

তৃতীয় ও শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ। আইরিশদের দেয়া ১১৮ রানের লক্ষ্য ৩৮ বল হাতে রেখে সহজেই টপকে যায় টাইগাররা।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হয় ম্যাচ।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। ভালো শুরু পেয়েছিল আয়ারল্যান্ড। দলীয় ৩৮ রানে ওপেনিং জুটি ভাঙ্গেন শরিফুল ইসলাম। ১৭ রান করা টিম টেক্টরকে ফেরান এই পেসার। পাওয়ার প্লের শেষ ওভারে মোস্তাফিজুর রহমানের ২য় বলে আউট হন হ্যারি টেক্টর। ইনিংস লম্বা করতে ব্যর্থ হন লরকান টাকার ও কার্টিস ক্যাম্ফারও। পল স্টার্লিং মারমুখী হওয়ার পথে কাঁটা হয়ে দাঁড়ান রিশাদ হোসেন। এরপর ডকরেল ১৯ রানে সাজঘরে ফিরলে ১১৭ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস।

আজ আয়ারল্যান্ডের আউট হওয়া শেষ পাঁচ ব্যাটারই তানজিদ হাসানকে ক্যাচ দিয়ে ফিরেছেন। আর তাতেই হয়েছে বিশ্ব রেকর্ড। টেস্ট খেলুড়ে দেশের প্রথম ফিল্ডার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে ৫টি ক্যাচ নেয়ার কীর্তি গড়লেন বাংলাদেশের এই ওপেনার।

টাইগারদের হয়ে ৩টি করে উইকেট নেন মোস্তাফিজ ও রিশাদ হোসেন। ২ উইকেট পান পেসার শরিফুল।

১১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৮ রানের ওপেনিং জুটি ভাঙ্গে সাইফ হাসান সাজঘরে ফিরলে। ১৯ করা এই ব্যাটারকে ফেরান ক্রেইগ ইয়াং। টেক্টরের বলে ক্যাম্ফারকে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক লিটন দাস। তবে ৭৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলের সহজ জয় নিশ্চিত করেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। ৩৫ বলে ফিফটি করা তানজিদ অপরাজিত থাকেন ৫৫ রানে। টি–টোয়েন্টিতে এটি তার ১১তম ফিফটি। আর ৩৩ রান করে অপরাজিত থাকেন ইমন।

আগের দুই ম্যাচ শেষে ১-১ এ সমতায় থাকায় অলিখিত ফাইনাল জিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করলো স্বাগতিকরা। সেইসঙ্গে বিশ্বকাপ প্রস্তুতির পালা কিছুটা এগিয়ে রাখলো টাইগাররা।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com