ভাঙা রেকর্ডারের মতো মনে হলেও আমরা আসলে উন্নতি করেছি- হামজা

ভাঙা রেকর্ডারের মতো মনে হলেও আমরা আসলে উন্নতি করেছি- হামজা
প্রকাশিত

এশিয়ান কাপ বাছাইয়ে গতকাল হংকংয়ের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। ঘরের মাঠে গ্যালারিভর্তি দর্শকদের সামনে প্রথমে লিডও পেয়েছিল লাল-সবুজের দল। হামজা চৌধুরির গোলে এগিয়ে গেলেও এক পর্যায়ে ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়েছিল স্বাগতিকরা। তবে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ার সুযোগ হয়েছিল হাভিয়ের কাবরেরার শিষ্যদের। কিন্তু শেষ পর্যন্ত হারতে হয়েছে হামজাদের। 

ঘরের মাঠে এ ম্যাচে প্রথমে লিডের দেখা পেয়েছিল বাংলাদেশই। আগের দিন সংবাদ সম্মেলনে হামজাকে বেঞ্চের ফুটবলার বলে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন হংকংয়ের কোচ। সেই হামজার গোলেই প্রথম গোল হজম করে সফরকারীরা। ম্যাচের ১৩ মিনিটেই লিড নেয় স্বাগতিকরা। বাঁ দিক থেকে ফ্রি-কিক নিতে আসেন হামজা। তার নিচু ক্রসটি জালে জড়ায় এক ডিফেন্ডারের মাথায় লেগে দিক বদলে। 

এরপর এক পর্যায়ে ৩-১ গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ শেষ পর্যন্ত সমতায় ফিরেছিল ম্যাচের অতিরিক্ত সময়ের একেবারে শেষ পর্যায়ে। তবে এরপরও ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি লাল-সবুজের দল। স্বাগতিকদের জালে আচমকাই চতুর্থ গোলটি দিয়ে জয় ছিনিয়ে নেয় হংকং। এমন হারের পর স্তব্ধ হামজাওরাও। ম্যাচ শেষে হামজা বলেন, ‘এই ম্যাচটা যে পর্যায়ে ছিল...বুঝতে পারছি না ন্যুনতম এক পয়েন্টও হাতছাড়া হলো কীভাবে। বললে সেটা ভাঙা রেকর্ডারের মতো মনে হতে পারে। কিন্তু আমরা দারুণ উন্নতি করেছি। ভালোই খেলেছি মনে করি।’এদিকে হারলেও হামজারা চোখ রাখছেন জয়েই। ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে তাদের মাঠে খেলবে বাংলাদেশ। হামজা বলেন, ‘পাঁচ দিন পরই আমাদের আরেকটা ম্যাচ খেলতে হবে। পরের তিনটা ম্যাচ জিততে হবে। এটা (হংকংয়ের কাছে হার) ফুটবলেরই অংশ।’

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com