
২০২৫ সালে ষষ্ঠ ফরাসি ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর ট্রফি জিতলেন ওসমান ডেম্বেলে। সোমবার বহুল প্রতীক্ষিত ব্যালন ডি’অর জেতার পর অসংখ্য ফুটবলারের কাছ থেকে অভিনন্দন বার্তা পেয়েছেন এই পিএসজি তারকা।
এমনকি সাবেক বার্সেলোনা সতীর্থ আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির কাছ থেকেও অভিনন্দন বার্তা পেয়েছেন তিনি।
সম্প্রতি বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতার পর নিজের ইনস্টাগ্রাম আইডি থেকে ট্রফিসহ ছবি পোস্ট করেন ফরাসি তারকা ডেম্বেলে।
সেই পোস্টের কমেন্ট বক্সে আটবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি লেখেন, অভিনন্দন। আমি তোমার জন্য খুশি। এই পুরস্কার তোমারই প্রাপ্য।
২০১৭ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দেয়ার পর মেসির সঙ্গে ডেম্বেলে সখ্যতা গড়ে ওঠে। গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের জোরে দলকে ট্রেবল জেতান এই পিএসজি স্ট্রাইকার।