নারী ক্রিকেটে বিপ্লব-বিশ্বকাপ জিতে বিস্ময়কর অর্থ পেলো ভারত

নারী ক্রিকেটে বিপ্লব-বিশ্বকাপ জিতে বিস্ময়কর অর্থ পেলো ভারত
প্রকাশিত

নারী ওয়ানডে ক্রিকেটে ইতিহাস গড়ল ভারত! দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে হারমানপ্রীত কৌরের দল। নভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে অনুষ্ঠিত ফাইনালে এই জয়ের মধ্য দিয়ে ভারত শুধু ট্রফিই জেতেনি, নারী ক্রিকেটের অর্থনৈতিক দিক থেকেও এক নতুন মাইলফলক ছুঁয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগেই ঘোষণা দিয়েছিল, শিরোপা জিতলে দলকে দেওয়া হবে মোটা অঙ্কের পুরস্কার। প্রতিশ্রুতি রাখল সংস্থাটি-বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় নারী দলকে ৫১ কোটি রুপি পুরস্কার দিয়েছে বিসিসিআই। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭১ কোটি টাকা।

এই অর্থ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও অন্যান্য সহায়তাকারীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। বিসিসিআইয়ের পুরস্কারের পাশাপাশি ভারত পাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্ধারিত প্রাইজমানিও ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা প্রায় ৫৫ কোটি টাকা। সব মিলিয়ে নারী দলের মোট পুরস্কার দাঁড়াচ্ছে ১০৬ কোটি টাকারও বেশি।

ফাইনালে আগে ব্যাট করতে নেমে ভারতের সংগ্রহ ছিল ২৯৮ রান। ইনিংসের নায়ক ছিলেন শেফালি ভার্মা (৮৭) ও দীপ্তি শর্মা (৫৮)। জবাবে লরা ভলভার্টের লড়াকু সেঞ্চুরির পরও ২৪৬ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। দীপ্তি শর্মা ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন, আর সিরিজসেরা নির্বাচিত হয়েছেন তিনিই।

নারী ওয়ানডে বিশ্বকাপে এবার প্রাইজমানির অঙ্কও ইতিহাস গড়েছে। আইসিসি এ আসরের আগে মোট পুরস্কার নির্ধারণ করেছিল ১৩.৮৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৩ কোটি টাকা), যা ২০২২ সালের নারী বিশ্বকাপের চেয়ে প্রায় চার গুণ বেশি। আশ্চর্যের বিষয়, এবার নারীদের আসরের মোট প্রাইজমানি ২০২৩ সালের পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি ছিল। সেবার পুরুষদের টুর্নামেন্টে মোট প্রাইজমানি ছিল ১০ মিলিয়ন ডলার।

চ্যাম্পিয়ন ভারত পেয়েছে ৪৪.৮ লাখ ডলার, রানার্স-আপ দক্ষিণ আফ্রিকা পেয়েছে তার অর্ধেক অর্থাৎ ২২.৪ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ কোটি টাকা)। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল পেয়েছে ১.১২ মিলিয়ন ডলার করে। পঞ্চম ও ষষ্ঠ স্থানধারী দলগুলো ৭ লাখ ডলার, আর সপ্তম ও অষ্টম দল পেয়েছে ২.৮ লাখ ডলার করে। প্রতিটি অংশগ্রহণকারী দলকে দেওয়া হয়েছে ২.৫ লাখ ডলার করে অংশগ্রহণ ফি, সঙ্গে প্রতিটি গ্রুপপর্বের জয়ের জন্য অতিরিক্ত ৩৪ হাজার ৩১৪ ডলার।

বাংলাদেশ নারী দল এবারের বিশ্বকাপে লিগ পর্বে ৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থান অর্জন করেছে। পাকিস্তানের বিপক্ষে একমাত্র জয়েই এসেছে তাদের সান্ত্বনা। আইসিসির নির্ধারিত হিসাব অনুযায়ী বাংলাদেশ পাচ্ছে ২.৮ লাখ ডলার স্থানগত পুরস্কার, সঙ্গে জয় বাবদ ৩৪ হাজার ৩১৪ ডলার। সব মিলিয়ে বাংলাদেশের প্রাপ্ত অর্থ দাঁড়াচ্ছে ৫ লাখ ৬৪ হাজার ৩১৪ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৯০ লাখ টাকা।

এই আসর শুধু ভারতের প্রথম নারী বিশ্বকাপ জয়ই নয়, বরং নারী ক্রিকেটের আর্থিক ও কাঠামোগত অগ্রগতির এক প্রতীকী অধ্যায় হয়ে থাকবে-যা ভবিষ্যৎ প্রজন্মের নারী ক্রিকেটারদের সামনে নতুন দিগন্ত উন্মোচন করবে!

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com