তিন ফরম্যাট মিলিয়েই বাংলাদেশের সফলতম ওপেনার তামিম ইকবাল। ৩৮৭টি আন্তর্জাতিক ম্যাচে ১৫, ১৯২ রানের মালিক তিনি। ২০২৩ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার পর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি তাকে। এই সময়ে ডিপিএল, বিপিএলের মতো ঘরোয়া লিগ এবং ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন তামিম। তবে আন্তর্জাতিক ক্যারিয়ারে তামিম ফুলস্টপ লাগিয়েছেন এমন কথা বোলার সময় এখনও আসেনি।
এই মুহূর্তে তামিম বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে ধারাভাষ্যকারের ভূমিকা পালন করছেন। ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টস্টারকে তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে বলেন, 'আমি যেভাবে শেষ করেছি, সেটা তৃপ্তিদায়ক ছিল না। তাই প্রত্যাবর্তন এবং আবার খেলার জন্য, আমার সামনে একটা উপযুক্ত উদ্দেশ্য থাকতে হবে।'
তামিম যোগ করেন, 'আমি এমন কেউ নই যে, শুধু চার-পাঁচটা ম্যাচ খেলতে ফিরে আসব। এখানে যুক্তিটা কী? সবাই বলে, "ফিরে আসো, আমাদের তোমাকে দরকার", কিন্তু আমি যদি পাঁচটা ম্যাচের জন্য ফিরে আসি, সেটা কী বাংলাদেশের ক্রিকেটের উপকারে আসবে? এখানে কোনো যথাযথ পরিকল্পনা কি আছে, যার ভিত্তিতে নির্ধারণ করা যায় -তারা কী করতে চায় এবং কী অর্জন করতে চায়, তাহলে আমি এটা (প্রত্যাবর্তন) নিয়ে ভাবতে পারি এবং আমরা যথাযথ প্রক্রিয়া মেনে কথা বলতে পারি...'
গত মাসে ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সম্প্রতি তিনি তামিমের সঙ্গে আলাপচারিতায় বসেছিলেন এবং তামিমের কাছে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান। তামিমও প্রত্যাবর্তনের সম্ভাভবনা উড়িয়ে দিচ্ছেন না।
তিনি বলেন, 'আপনারা এখন চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলছেন, যেখানে আপনারা সর্বসাকুল্যে চার থেকে পাঁচটি ওয়ানডে খেলবেন এবং ওয়েস্ট ইন্ডিজে তিনটি। সে ক্ষেত্রের আপনারা আসলে ছয় থেকে সাতটি ম্যাচের কথা বলছেন। আমি যখন সরে এসেছি এবং কেউ আমার জায়গাটা নিয়েছে, আমার মনে হয় না শুধু শুধু এই কয়টা ম্যাচের জন্য ফিরে এসে তার জাগয়াটা নিয়ে নেয়া।'
তামিম যোগ করেন, 'তবে সেখানে ভিন্ন কিছু হতে পারে, যদি তারা (বিসিবি) আমাকে বলে যে, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে চাই কিংবা অন্তত সেমিফাইনালে জায়গা করে নিতে চাই এবং এটা যতদূরসম্ভব তিন কিংবা চারজন সিনিয়র ক্রিকেটারের শেষ টুর্নামেন্ট, তারা সমস্ত মতানৈক্য সত্বেও খেলবে এবং বিসিবি এটা সামলে নেবে। এভাবেই আগানো উচিত মনে হয়।'
কিন্তু তার দিকে যদি হাত বাড়ানো হয়, তিনি কী লাল সবুজের জার্সি গায়ে চাপাবেন?
এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, 'হ্যাঁ, অবশ্যই। তবে ব্যাপারটা হলো- আমি কী ক্রিকেট বোর্ডের জন্য খেলি, নাকি দলের জন্য? প্রক্রিয়াটা কোন জায়গা থেকে হওয়া উচিত? ক্রিকেট বোর্ড আমার দেখাশোনা করে কিন্তু খেলোয়াড়দের দিক থেকেও স্বাগত জানানো প্রয়োজন।'