পিছিয়ে পড়েও হংকংয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র বাংলাদেশের

পিছিয়ে পড়েও হংকংয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র বাংলাদেশের
প্রকাশিত

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে ৩-৪ গোলে হেরেছিল বাংলাদেশ। আজ (মঙ্গলবার) ফিরতি লেগের ম্যাচে  স্বাগতিক হংকংয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল হজম করে পিছিয়ে পড়লেও, শেষ দিকে ফরোয়ার্ড রাকিব হোসেনের গোলে এক পয়েন্ট নিশ্চিত করেছে হামজা চৌধুরীরা।

হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে ম্যাচের শুরুটা বাংলাদেশের রক্ষণভাগের জন্য চ্যালেঞ্জিং ছিল। তবে ৩৪তম মিনিটে অভিজ্ঞ ডিফেন্ডার তারিক কাজীর মারাত্মক ভুলের কারণে পেনাল্টি পায় স্বাগতিকরা। হংকংয়ের ফরোয়ার্ড ফার্নান্দোকে বক্সের ভেতর পেছন থেকে ফাউল করে বসেন তারিক, যার ফলস্বরূপ জাপানিজ রেফারি পেনাল্টির বাঁশি বাজান এবং তারিককে হলুদ কার্ড দেখান। স্পট কিক থেকে ম্যাট অর গোল করে হংকংকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। এই এক গোলেই পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৩তম মিনিটে হংকংয়ের মিডফিল্ডার অলিভার গেরবিগ বাংলাদেশে শমিত সোমকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে স্বাগতিকরা দশজনের দলে পরিণত হয়।

এরপর দশজনের হংকংকে চেপে ধরে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ এবং কাঙ্ক্ষিত গোলও আদায় করে নেয়। ম্যাচের ৮৪তম মিনিটে বদলি ফুটবলার ফাহিম বাম প্রান্ত থেকে দারুণ এক ক্রস করেন। ফাহমিদুল সেই বল হেডে নামিয়ে দিলে ফরোয়ার্ড রাকিব হোসেন সুন্দর প্লেসিংয়ে বল জালে জড়ান।

রাকিবের এই গোলের সুবাদে শেষ পর্যন্ত হংকংয়ের মাঠ থেকে ১-১ গোলে ড্র করে এক পয়েন্ট ঝুলিতে নিয়ে ফিরছে বাংলাদেশ। যদিও এই ড্রয়ে এশিয়ান কাপের মূলপর্বে খেলার আশা কার্যত শেষ হয়ে গেল লাল-সবুজের দলের।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com