শেষ বলের ছক্কায় রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে সিলেট

শেষ বলের ছক্কায় রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে সিলেট
প্রকাশিত

শেষ বলের নাটকীয়তায় রংপুর রাইডার্সকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে সিলেট টাইটান্স। জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ছিল ৬ রান। ফাহিম আশরাফের করা শেষ বলে ছক্কা হাঁকিয়ে সিলেটকে জয়ের বন্দরে পৌঁছে দেন ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১১ রান তোলে রংপুর। জবাবে লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে চাপের মুখে পড়লেও ৩ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় সিলেট।

সহজ লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় সিলেট। নিয়ন্ত্রিত বোলিংয়ে দলীয় ২৯ রানের মধ্যেই চার ব্যাটারকে ফিরিয়ে দেয় রংপুর। ডেভিড মালান ৪, তাওহিদ হৃদয় ৪, লিটন দাস ১ এবং কাইল মেয়ার্স ৮ রানে আউট হন। এরপর স্যাম বিলিংস ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জুটি গড়ে ইনিংস সামাল দেন। তাদের ৫০ রানের জুটিতে ম্যাচে ফেরে সিলেট।

এই দুই ব্যাটার আউট হলে আবারও জয়ের শঙ্কা দেখা দেয়। তবে শেষদিকে ক্রিস ওকসের দৃঢ় ব্যাটিংয়ে শেষ বলের ছক্কায় ম্যাচ নিজেদের করে নেয় সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন স্যাম বিলিংস। পারভেজ হোসেন ইমন ও মেহেদী হাসান মিরাজ করেন ১৮ রান করে। আরিফুল ইসলাম ১৭, আফিফ হোসেন ৩, মঈন আলি ৫ ও তাওফিক খান ২ রান করেন। অপরাজিত থাকেন ক্রিস ওকস ১০ ও খালেদ আহমেদ ১ রানে।

এর আগে টস জিতে সিলেটকে ব্যাট করার আমন্ত্রণ জানায় রংপুর। ব্যাটিংয়ে টপঅর্ডারের ব্যর্থতায় শুরু থেকেই চাপের মধ্যে পড়ে দলটি। খুশদিল শাহ ও মাহমুদউল্লাহ রিয়াদ পঞ্চম উইকেটে ৩৪ রানের জুটি গড়ে ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। খুশদিল ১৯ বলে ৩০ রান করে আউট হন। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন মাহমুদউল্লাহ। অধিনায়ক নুরুল হাসান সোহান করেন ১৮ রান।

সিলেটের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন খালেদ আহমেদ। তিনি নেন চারটি উইকেট। দুটি করে উইকেট নেন ক্রিস ওকস ও নাসুম আহমেদ।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com