দুই বছরের জন্য বাংলাদেশের টেস্ট অধিনায়ক শান্ত

দুই বছরের জন্য বাংলাদেশের টেস্ট অধিনায়ক শান্ত
প্রকাশিত

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক ফের নাজমুল হোসেন শান্তর হাতে যাচ্ছে গুঞ্জন ছিলো গতকাল থেকে। অবশেষ সেই গুঞ্জন সত্য হলো, চলমান ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্যন্ত বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক থাকবেন শান্ত। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শান্তর নেতৃত্বে বাংলাদেশ ১৪ ম্যাচ খেলেছে, যেখানে চার জয়ের বিপরীতে হেরেছে ৯ ম্যাচে। এছাড়া ১টি ম্যাচ ড্র করেছে টাইগাররা। এই বাঁহাতির অধীনে বাংলাদেশের সবচেয়ে বড় জয় পাকিস্তানের মাটিতে তাদেরকে হোয়াইটওয়াশ করা। এ ছাড়া ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষেও টেস্ট জিতেছে বাংলাদেশ।

গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট দলের তিন সংস্করণেই নিয়মিত অধিনায়ক হিসেবে নিয়োগ পান নাজমুল হোসেন শান্ত। কিন্তু বাজে ফর্মের কারণে টি-টোয়েন্টি দল থেকে অধিনায়কত্ব হারানোর পাশাপাশি দলের জায়গাও হারান তিনি। পরে গত জুন মাসে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে দলের নেতৃত্ব থেকেও তাকে সরিয়ে দেওয়া হয় বিতর্কিত প্রক্রিয়ায়। শ্রীলঙ্কাতেই টেস্ট সিরিজ শেষে ২৮ জুন শান্ত নিজেই টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। আনুষ্ঠানিক কারণ না বললেও, ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হয়।এরপর দীর্ঘদিন বাংলাদেশের কোনো টেস্ট ম্যাচ না থাকায় অধিনায়কত্ব নিয়ে ভাবতে হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। কিন্তু এখন সামনে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। তাই নতুন অধিনায়ক চূড়ান্ত করতেই হবে বিসিবিকে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com