সাকিবের ফেরার পথ খোলা রাখা সম্ভব নয়: ক্রীড়া উপদেষ্টা আসিফ

সাকিবের ফেরার পথ খোলা রাখা সম্ভব নয়: ক্রীড়া উপদেষ্টা আসিফ
প্রকাশিত

বাংলাদেশ ক্রিকেটের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সাকিবের জন্য সরকারের পক্ষ থেকে আর কোনো পথ খোলা রাখা সম্ভব নয়।

আসিফ মাহমুদ বলেন, ‘আমার পক্ষে এখন আর ওই পথটা খোলা রাখা সম্ভব নয়। কারণ আমার প্রতিশ্রুতির জায়গা আছে, যেখানে আমাকে জবাবদিহিতা করতে হবে। নিজের বিবেকের কাছেও জবাবদিহিতা করতে হবে।’

সাক্ষাৎকারে সাকিবের বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অভিযোগের কথাও উল্লেখ করে তিনি বলেন,‘সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ারবাজার কেলেঙ্কারি, ফিন্যানশিয়াল ফ্রড এবং তার পরিবারের বিরুদ্ধে হত্যা মামলার মতো গুরুতর অভিযোগ রয়েছে। এর সঙ্গে শেখ হাসিনাকে প্রকাশ্যে সমর্থন দেওয়ায় বিতর্ক আরও বেড়েছে।’

তবে তিনি জানান, সরকার ইচ্ছাকৃতভাবে সাকিবকে কোনো প্রতিকূল অবস্থায় ফেলছে না। বরং, ‘সাকিবের নিজের কর্মকাণ্ডই তাকে এই পরিস্থিতিতে নিয়ে এসেছে।’

সাক্ষাৎকারে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার প্রসঙ্গও ওঠে। আসিফ মাহমুদ বলেন, ‘আমার জানামতে, মাশরাফি বিন মুর্তজা তার রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছেন। ফেসবুকে উনি সেটা স্পষ্ট করেছিলেন বলেই আমার মনে পড়ে। ’

অন্যদিকে, সাকিব এখনো তার অবস্থানে পরিবর্তনের কোনো ইঙ্গিত দেননি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বাণিজ্যিক কাজে বেশ সক্রিয় রয়েছেন, যা তাকে সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখছে।

এই বক্তব্যের পর সাকিব আল হাসানের ভবিষ্যৎ নিয়ে ক্রীড়ামহলে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com