বিপিএলের দিনক্ষণ চূড়ান্ত করল বিসিবি

বিপিএলের দিনক্ষণ চূড়ান্ত করল বিসিবি
প্রকাশিত

আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম। এরইমধ্যে টুর্নামেন্ট শুরুর তারিখ ঠিক করে ফেলেছে আয়োজকরা। আগামী ১৯ ডিসেম্বর মিরপুরে পর্দা উঠবে দেশের শীর্ষ ঘরোয়া টুর্নামেন্টের।

বুধবার (২৬ নভেম্বর) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিপিএলের আয়োজক কমিটির সদস্য ইফতেখার রহমান মিঠু।

১২তম আসরে অংশ নিচ্ছে ৬টি ফ্র্যাঞ্চাইজি। এগুলো হলো— রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।

এবারের নিলামে অংশ নিতে ৫০০'র বেশি বিদেশি ক্রিকেটার আবেদন করেছিল। তবে এর মধ্যে থেকে ২৫০ জন ক্রিকেটারকে বাছাই করেছে বিসিবি।

উল্লেখ্য, ১৬ জানুয়ারিতে মেগা ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। ম্যাচ মাঠে গড়ানোর আগে ১৭ ডিসেম্বর ঢাকায় আয়োজিত হবে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com