মোস্তাফিজের রেকর্ডের দিনে ১১০ রানেই গুটিয়ে গেল পাকিস্তান

মোস্তাফিজের রেকর্ডের দিনে ১১০ রানেই গুটিয়ে গেল পাকিস্তান
প্রকাশিত

শ্রীলঙ্কা সফর শেষ করে দেশে ফিরে খুব একটা বিশ্রামের সুযোগ পাননি বাংলাদেশের ক্রিকেটাররা। গত বৃহস্পতিবার দেশে ফিরে রোববার (২০ জুলাই) সন্ধ্যায় পাকিস্তানের বিপক্ষে খেলতে নামে টাইগাররা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে তাসকিন-মোস্তাফিজের বোলিং তোপে ৩ বল বাকি থাকতেই ১১০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। এই সংস্করণে বাংলাদেশের বিপক্ষে যা পাকিস্তানের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ টসে জিতে আগে ফিল্ডিং নেয় বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই ওপেনার সাইম আইয়ুবের উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। পরের ওভারে মোহাম্মদ হারিসকে ফেরান মেহেদী হাসান।

পাকিস্তান ইনিংসের শেষ ওভারটা শুরু করেছিল ৭ উইকেটে ১১০ রান নিয়ে। ওভারের প্রথম তিন বলেই বাকি তিন উইকেট উইকেট হারিয়ে অলআউট হয় তারা। তাসকিনের করা ওভারের প্রথম বলে মেহেদীকে ক্যাচ দেন ফাহিম আশরাফ। পরের বলে রানআউটে কাটা পড়েন অভিষিক্ত সালমান মির্জা। তৃতীয় বলে আব্বাস আফ্রিদি ক্যাচ দেন লিটন দাসকে।

বিস্তারিত আসছে,,,,,

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com