আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল: তামিম

আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল: তামিম
প্রকাশিত

বিসিবি নির্বাচন স্থগিত না করায় সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছে বিদ্রোহ করা ৪৮টি ক্লাব। তার পাশাপাশি আমিনুল ইসলাম বুলবুলকে অবৈধ সভাপতি দাবি ক্লাবগুলোর। নির্বাচন পেছানোর জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছেও স্মারকলিপি পাঠিয়েছিল ক্লাবগুলো। সবকিছু উপেক্ষা করেই গত ৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হয়।

বুধবার (৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে তার প্রতিক্রিয়া জানিয়েছেন তামিম ইকবাল।

ক্লাব নির্বাচন পেছানোসহ ৩টি শর্ত জানিয়েছিলেন সংগঠকরা। তাদের দাবি ছিল– বিসিবি’র বর্তমান (বিগত) নির্বাহী পর্ষদের সময় বাড়িয়ে নির্বাচনের পুনঃতফসিল, বিকল্প হিসেবে অ্যাডহক কমিটির কাছে দায়িত্ব দেয়া ও পুনঃনির্ধারিত সময়ে নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোটগ্রহণ করা।

তাদের এই দাবি না মেনেই গত ৬ অক্টোবর বিসিবি নির্বাচন সম্পন্ন হয়। যেখানে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সংগঠকগুলোর হুমকি সত্ত্বেও নির্বাচন হওয়ায় এটাকে কোনো নির্বাচনই মনে করেন না তামিম।

বুধবার সংবাদ সম্মেলনে তামিম বলেন, 'আমি মনে করি যখন আপনি কোনো বিষয় নেগোসিয়েশনে থাকেন, সে কথা পাবলিকলি আনা ঠিক না। আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল।'

এদিকে মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান বিদ্রোহ ক্লাবের পক্ষ থেকে জানান, তারা আসন্ন ঘরোয়া টুর্নামেন্টে অংশ নেবেন না।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com