

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপপর্বে আফগানিস্তান ও নেপালকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমির টিকিট নিশ্চিত করেছিল বাংলাদেশ। তৃতীয় ও শেষ ম্যাচে জিতে গ্রুপে অপরাজেয় থাকল আজিজুল হাকিম তামিমের দল। শ্রীলঙ্কাকে ৩৯ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে খেলবে যুবা টিম টাইগার্স।
শুক্রবার ১৯ ডিসেম্বর সেমিতে ‘এ’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানের মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ। দুবাইয়ের দ্য সেভেনস স্টেডিয়ামে ম্যাচ গড়াবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বুধবার আইসিসি একাডেমিতে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। ৪৬.৩ ওভারে ২২৫ রানে থামে লাল-সবুজের ইনিংস। জবাবে নেমে ৪৯.১ ওভারে ১৮৬ রানে আটকে যায় লঙ্কান ইনিংস।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন জাওয়াদ আবরার। ৪টি করে চার-ছক্কায় ৩৬ বলে ৪৯ রান করেন। ৪৮ বলে ৩৬ রান করেন রিফাত বেগ। ৬০ বলে ৩২ রান করেন কালাম সিদ্দিকী। ফরিদ হাসান ৪০ বলে ২৯ এবং আজিজুল হাকিম তামিম ৪৮ বলে ২৯ রান করেন। শেষদিকে ৬ বলে ১২ রান করেন ইকবাল হোসেন ইমন।
লঙ্কানদের মধ্যে কাভিজা গ্যামেজ ৪ উইকেট নেন। রাসিথ নিমসারা ও ভিরান চামুদিথা নেন ২টি করে উইকেট।
লঙ্কানদের রানতাড়ায় পাঠিয়ে ৮০ রানে ৫ উইকেট তুলে নেয় বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে চামিকা হিনাতিগালা ও ভিমাথ দিনসারা যোগ করেন ৩৬ রান। ১১৬ রানে ভিমাথ ফিরলে জুটি ভাঙে। ১০ রান যোগ করতে আরও ২ উইকেট হারায় দলটি।
১২৬ রানে ৮ উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়েন আধাম হিলমি ও রাসিথ নিমসারা। নবম উইকেটে ৫৬ রান যোগ করেন দুজনে। ১৮২ রানে নবম উইকেট হারায় শ্রীলঙ্কা। হিলমি ফেরেন ৩৯ রানে। পরে লঙ্কান ইনিংস থামে ১৮৬ রানে।
লঙ্কানদের সর্বোচ্চ ৪১ রান করেন চামিকা হিনাতিগালা। ৩৯ রান করেন অধিনায়ক হিলমি। বাকিদের কেউ ১৭ রানের বেশি করতে পারেননি।
বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন ইমন। সামিউন বশির নেন ২ উইকেট। সাদ ইসলাম ও আজিজুল হাকিম নেন একটি করে উইকেট।