শততম টেস্টে শতকের দারপ্রান্তে মুশফিক

শততম টেস্টে শতকের দারপ্রান্তে মুশফিক
প্রকাশিত

দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলছেন মুশফিকুর রহিম। ইতিহাস গড়া টেস্টে ব্যাট হাতেও দারুণ এক ইনিংসের সামনে দাঁড়িয়ে এই উইকেটকিপার ব্যাটার। নিজেদের প্রথম ইনিংসে সেঞ্চুরির দ্বারপ্রান্তে আছেন মুশফিক। দিনের খেলা শেষ করেছেন ৯৯ রানে অপরাজিত থেকে। তার এমন দুর্দান্ত ইনিংসে ভর করে বড় সংগ্রহের পথে হাঁটছে বাংলাদেশ।

প্রথম দিনের খেলা শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৯২ রান। মুশফিক ৯৯ রানে অপরাজিত আছেন, অপর অপরাজিত ব্যাটার লিটন দাসের সংগ্রহ ৪৭ রান।

মঙ্গলবার (১৯ নভেম্বর) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট ক্রিকেট স্টেডিয়ামে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে মুশফিকের প্রয়োজন ছিলো মাত্র ১ রান। তখন প্রতিপক্ষ আয়ারল্যান্ড আলো স্বল্পতার অজুহাত দেখিয়ে খেলা শেষ করার জন্য আম্পায়ারদের জানালে দিনের খেলা সমাপ্ত করা হয়।

এছাড়া ঢাকা টেস্টের প্রথম দিনে ১২৮ বলে ১টি বাউন্ডারির সাহায্যে ৬৩ রান করে ফিরেছেন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ।

মুশফিকুর রহিম আর মাত্র ১ রানের অপেক্ষায় আছেন। আগামীকাল বৃহস্পতিবার আর মাত্র ১ রান করতে পারলেই টেস্ট ক্রিকেটে ১৩তম সেঞ্চুরির দেখা পাবেন। তখন আন্তর্জাতিক ক্রিকেটে তার ২২তম সেঞ্চুরি হবে। এছাড়া ওয়ানডেতে তিনি ৯টি সেঞ্চুরি হাঁকিয়েছেন।

এদিন সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। দুই ওপেনার ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। ম্যাকব্রাইনের শিকার হয়ে ৩৫ রানে ফেরেন সাদমান।

এরপর ৩৪ রান করে সাজঘরের পথ দেখেন মাহমুদুল হাসান জয়। অধিনায়ক শান্তকে (৮) অল্পতেই পরাস্ত করেন ম্যাকব্রাইন। এরপর ইনিংসের চতুর্থ শিকারও তুলে নেন ম্যাকব্রাইন। আইরিশদের বাকিরা পাননি সাফল্য।

সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে)

বাংলাদেশ- ২৯২/৪ (৯০ ওভার); মুশফিক ৯৯*, মুমিনুল ৬৩, লিটন ৪৭*, সাদমান ৩৫, জয় ৩৪, শান্ত ৮; ম্যাকব্রাইন ৪-৮২

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com