হাইকোর্টের আদেশ স্থগিতের মেয়াদ বৃদ্ধি, ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে বাধা নেই

হাইকোর্টের আদেশ স্থগিতের মেয়াদ বৃদ্ধি, ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে বাধা নেই
প্রকাশিত

জেলা ও বিভাগীয় কর্মকর্তাদের পাঠানো কাউন্সিলরদের তালিকা বাতিল করে এডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে চিঠি দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অবৈধ ঘোষণা চেয়ে রিটের পর সে চিঠির কার্যকারিতা স্থগিত করেছিলেন হাইকোর্ট। এরপর গত ২২ সেপ্টেম্বরই হাইকোর্টের সেই আদেশ স্থগিত করে পরবর্তী শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন চেম্বার আদালত।

রোববার (২৮ সেপ্টেম্বর) বুলবুলের চি‌ঠির কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিতের মেয়াদ বৃদ্ধি করেছেন চেম্বার আদালত। এর ফলে আগামী ৬ অক্টোবর বিসিবির নির্বাচনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ, ব্যারিস্টার অনীক আর হক। বিসিবির পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর বি‌সি‌বি নির্বাচনে জেলা ও বিভা‌গের এডহক ক‌মি‌টি থে‌কে কাউ‌ন্সিলর ‌চে‌য়ে চিঠি দিয়েছিলেন বি‌সি‌বি সভাপ‌তি আমিনুল ইসলাম বুলবুল।

তার সে চিঠির বৈধতার প্রশ্ন তুলে অবৈধ ঘোষণা চে‌য়ে হাই‌কো‌র্টে রিট দায়ের করেছিলেন টাঙ্গাইলের তপন, লক্ষীপুরের কামরুল, গোপালগঞ্জের খসরু ও রাজবাড়ীর দুলাল।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com