
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে স্বপ্নভঙ্গ হলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ী হয়ে আবারও শিরোপা উৎসব করেছে ভারত। টানা তিনটি আইসিসি ইভেন্টের ফাইনালে খেলে দুটি শিরোপা জিতেছে রোহিত শর্মার দল। এখন তাদের লক্ষ্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। এই মেগা ইভেন্টের প্রস্তুতির অংশ হিসেবে আগামী তিন বছরে ২৭টি ওয়ানডে ম্যাচ খেলার পরিকল্পনা করেছে ভারত।
ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, ২০২৭ বিশ্বকাপের আগে ভারত ৯টি ওয়ানডে সিরিজে অংশ নেবে। এর মধ্যে চলতি বছর ৯টি এবং ২০২৬ সালে ১৮টি ওয়ানডে ম্যাচ খেলবে তারা। ২০২৭ সালের বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে যৌথভাবে অনুষ্ঠিত হবে।
চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরের কথা রয়েছে ভারতের। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরাহদের নিয়ে টাইগারদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। যদিও এই সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি। এছাড়া ২০২৫ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ৩ ম্যাচ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে আরও ৩ ম্যাচের সিরিজ রয়েছে ভারতের।
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরই রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবসরের গুঞ্জন উঠেছিল। তবে দুজনেই তাদের ওয়ানডে ক্যারিয়ার আরও লম্বা করবেন বলে ধারণা করা হচ্ছে। এমনকি ২০২৭ বিশ্বকাপেও তাদের অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এই টুর্নামেন্টকে গুরুত্ব দিয়ে ভারত ৮টি দলের বিপক্ষে ৯টি ওয়ানডে সিরিজ খেলার পরিকল্পনা করছে।
২০২৭ বিশ্বকাপের আগে ভারতের সম্ভাব্য ওয়ানডে সিরিজ:
আগস্ট ২০২৫: বাংলাদেশ (৩ ওয়ানডে, অ্যাওয়ে)
অক্টোবর ২০২৫: অস্ট্রেলিয়া (৩ ওয়ানডে, অ্যাওয়ে)
নভেম্বর ২০২৫: দক্ষিণ আফ্রিকা (৩ ওয়ানডে, হোম)
জানুয়ারি ২০২৬: নিউজিল্যান্ড (৩ ওয়ানডে, হোম)
জুন ২০২৬: আফগানিস্তান (৩ ওয়ানডে, হোম)
জুলাই ২০২৬: ইংল্যান্ড (৩ ওয়ানডে, অ্যাওয়ে)
সেপ্টেম্বর ২০২৬: ওয়েস্ট ইন্ডিজ (৩ ওয়ানডে, হোম)
নভেম্বর ২০২৬: নিউজিল্যান্ড (৩ ওয়ানডে, অ্যাওয়ে)
ডিসেম্বর ২০২৬: শ্রীলঙ্কা (৩ ওয়ানডে, হোম)
এই পরিকল্পনা অনুযায়ী, ভারত ২০২৭ বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করতে চলেছে। রোহিত শর্মা এবং বিরাট কোহলির নেতৃত্বে টিম ইন্ডিয়া আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে।