বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা
প্রকাশিত

লর্ডসের ফাইনালের মাস খানেক আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা করলো আইসিসি। যেখানে আগের দুই আসরের তুলনায় অর্থমূল্য বেড়ে হয়েছে দ্বিগুণের বেশি। ফলে বড় অঙ্কের অর্থ পাচ্ছে ফাইনালে জায়গা করে নেয়া অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা। অর্থ পুরস্কার পাবে সপ্তম স্থানে এবারের সার্কেল শেষ করা বাংলাদেশও।

বৃহস্পতিবার (১৫ মে) ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেলের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। যেখানে ফাইনালের প্রাইজমানি ধরা হয়েছে ৫৭ লাখ ৬০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৭০ কোটি ৭ লাখ ২৪ হাজার টাকার বেশি।

আগের দুই আসরের তুলনায় দ্বিগুণের বেশি করা হয়েছে এবারের প্রাইজমানি। এবারের চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজমানি ধরা হয়েছে ৩৬ লাখ ডলার। আগের দুই আসরে যা ছিল ১৬ লাখ ডলার। এবারের রানার্স আপ দল পাবে ২১ লাখ ৬০ হাজার ডলার। আগে যা ছিল মাত্র ৮ লাখ ডলার।

আগামী ১১ জুন লর্ডসে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় আর ঘরের মাটিতে ভারতের সঙ্গে সিরিজ ড্র করে সবার আগে এবারের ফাইনালে জায়গা করে নিয়েছিল সাউথ আফ্রিকা।

অন্যদিকে অস্ট্রেলিয়ার ফাইনাল নির্ধারণ হয়েছিল ঘরের মাটিতে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ জয়ে। এ সার্কেলে অজিরা পাকিস্তানকে ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করার পাশাপাশি অ্যাওয়ে সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে।

এদিকে দুই ফাইনালিস্ট ছাড়াও অর্থ পুরস্কার পাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জায়গা পাওয়া ৯ দলের সবকটি। তৃতীয় স্থানে থেকে ২০২৩-২৫ সার্কেল শেষ করা ভারত পাবে ১৪ লাখ ৪০ হাজার ডলার। চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ড ১২ লাখ ডলার, পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ড ৯ লাখ ৬০ হাজার ডলার আর ষষ্ঠ স্থানে থাকা শ্রীলঙ্কা পাবে ৮ লাখ ৪০ হাজার ডলার।

সপ্তম স্থানে থেকে সার্কেল শেষ করা বাংলাদেশ পাবে ৭ লাখ ২০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি ৭৬ লাখ টাকা)। অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ ৬ লাখ ডলার আর তলানিতে থাকা পাকিস্তান পাবে ৪ লাখ ৮০ হাজার ডলার।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com