বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনের আগ্রহ পাকিস্তানের

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনের আগ্রহ পাকিস্তানের
প্রকাশিত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ দল ভারতে যেতে না চাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরই এমন আগ্রহ দেখাল পিসিবি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সূত্র জানায়, শ্রীলঙ্কার ভেন্যু যদি কোনো কারণে পাওয়া না যায়, তাহলে পাকিস্তানের ভেন্যুগুলো বিকল্প হিসেবে প্রস্তাব দেওয়া হতে পারে। পিসিবির দাবি, দেশটির মাঠগুলো সম্পূর্ণ প্রস্তুত এবং আন্তর্জাতিক মানসম্পন্ন।

জিও'র খবরে আরও বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান সফলভাবে বেশ কয়েকটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করেছে। এরমধ্যে রয়েছে ২০২৫-এ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এবং আইসিসি উইমেনস কোয়ালিফায়ার্স।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই পিসিবির এই আগ্রহ সামনে এলো। সম্প্রতি হিন্দুবাদী কয়েকটি গোষ্ঠীর দাবির মুখে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়। এরপরই কড়া প্রতিক্রিয়া দেখায় বাংলাদেশ। ভারত ফিজের যেখানে নিরাপত্তা দিতে পারছে না, সেখানে পুরো দলের নিরাপত্তা নিয়েই সংশয় প্রকাশ করে বিসিবি। আইসিসিকে প্রস্তাব দেয় বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার।

বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশের প্রথম তিনটি গ্রুপ ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতায়। শেষ গ্রুপ ম্যাচটি নির্ধারিত ছিল মুম্বাইয়ে। 

খবর -জিও নিউজ

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com